বিশ্বে ৬ নম্বরে উঠে এল ভারত
বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে এখন ভারত ৩ নম্বরে রয়েছে। এদিন তারা উঠে এল মৃত্যুতে ৬ নম্বরে।
ওয়াশিংটন : করোনা ভারতে প্রতিদিনই বেড়ে চলেছে। মৃত্যুর নিরিখে এদিন ফ্রান্সকেও টপকে গেল ভারত। এতদিন সংক্রমণে ভারত ৩ নম্বরে উঠে এলেও মৃত্যুর নিরিখে পিছনেই ছিল। এবার সেই মৃত্যুর সংখ্যাতেও হুহু করে এগোচ্ছে ভারত। এবার করোনায় মৃত্যুর নিরিখেও ৬ নম্বরে উঠে এল ভারত। ফ্রান্সকে টপকে ৬ নম্বরে উঠে এসেছে ভারত।
করোনায় মৃত্যুর নিরিখে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ১ লক্ষ ৪৭ হাজারের ওপর মানুষ মার্কিন মুলুকে করোনায় প্রাণ হারিয়েছেন। ২ নম্বরে রয়েছে ব্রাজিল। মৃত ৮৪ হাজারের ওপর। ৩ নম্বরে রয়েছে ব্রিটেন। মৃত ৪৫ হাজারের ওপর। ৪ নম্বরে রয়েছে মেক্সিকো। মৃত প্রায় ৪২ হাজার। ৫ নম্বরে রয়েছে ইতালি। মৃত ৩৫ হাজারের ওপর। তারপরেই ছিল ফ্রান্স। সেখানে মৃত্যু হয়েছে ৩০ হাজার ১০০ জনের ওপর। সেই ফ্রান্সকে এদিন টপকে গেল ভারত। ভারত করোনায় মৃত্যুর নিরিখে উঠে এল ষষ্ঠ স্থানে। ভারতে এখন করোনায় মোট মৃত ৩০ হাজার ৬০০-র ওপর।
ভারতে এভাবে মৃত্যু বাড়ছে ঠিকই, তবে এখনও বিশ্বের তুলনায় মৃত্যুর হার এখানে বেশ কিছুটা কম। বিশ্বে যেখানে এখন করোনায় মৃত্যুর হার ৪ শতাংশের ওপর, সেখানে ভারতে এখন করোনায় মৃত্যুর হার দাঁড়িয়ে আছে ২.৩৮ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা