করোনা রুখতে নতুন দিশা, তাদের টিকার তথ্য ভারতকে দিল রাশিয়া
রাশিয়া ইতিমধ্যেই জানিয়েছে তারা করোনার প্রতিষেধক তৈরি করেছে। এবার সেই টিকার তথ্য ভারতের সঙ্গে ভাগ করে নেওয়া শুরু করল তারা।
নয়াদিল্লি : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদর্পে ঘোষণা করেছেন তাঁর দেশই বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক আবিষ্কার করল। যা গত ১১ অগাস্ট রাশিয়ায় সরকারিভাবে নথিভুক্তও হয়েছে। রাশিয়া টিকাটির উৎপাদনও শুরু করেছে। তবে তারা জানিয়ে দিয়েছে আগে তাদের দেশের সকলে এই টিকা পাবেন। তারপর অন্য দেশকে এই টিকা দেবে রাশিয়া।
রাশিয়ার তৈরি টিকা নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় রাশিয়ার টিকা নিয়ে তারা কিছু বলতে পারবেনা। কারণ তাদের কাছে যথেষ্ট তথ্য নেই। অন্য অনেক দেশই কিন্তু রাশিয়ার এই টিকা তৃতীয় ট্রায়াল স্তরে পরীক্ষিত নয় বলে প্রশ্ন তোলে। এমনকি রাশিয়া নিজের দেশেও এই টিকা নিয়ে একাংশের কোপে পড়ে। এই অবস্থায় প্রশ্ন ওঠে ভারত কী নেবে এই টিকা? সে প্রশ্ন ওঠার পর ভারত সরকার সাবধানী উত্তরের রাস্তায় হাঁটে।
কেন্দ্র জানায় টিকা সম্বন্ধে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়েছে। তারাই টিকা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। রাশিয়ার টিকা নিয়ে তারা কী করবে সে সম্বন্ধে প্রথমে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। এমনকি প্রধানমন্ত্রীও লালকেল্লা থেকে ভারতের ৩টি টিকার প্রসঙ্গ তোলেন। যে তালিকায় রাশিয়ার টিকা ছিলনা। গত সপ্তাহে কিন্তু রাশিয়ার রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর সিইও কিরিল দিমিত্রিয়েভ জানান ভারতের সঙ্গে তাঁরা একসঙ্গে তাঁদের তৈরি স্পুটনিক ভি করোনা প্রতিষেধক উৎপাদনে আগ্রহী।
রাশিয়ার তরফে এমন একটি ঘোষণা আসার পরই ভারতে কানাঘুষো শুরু হয়ে যায়। তবে কী ভারত রাশিয়ার সঙ্গে স্পুটনিক ভি নিয়ে আলোচনা এগোচ্ছে? তবে কী ভারতে রাশিয়ার টিকা পাওয়া যাবে? মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল ভারতের সঙ্গে রাশিয়ার কথা চলছে। রাশিয়া ভারতকে তাদের টিকা নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছে। আরও তথ্য তারা দিতে চলেছে। যা কিন্তু রাশিয়ার তৈরি টিকা ভারতে আসার পথ খোলার ইঙ্গিতই বহন করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা