নতুন করোনা প্রতিষেধক তৈরিতে হাত মেলাল বিশ্বখ্যাত ২ সংস্থা, শুরু ট্রায়াল
করোনা প্রতিষেধক তৈরিতে উঠে পড়ে লেগেছে অনেক সংস্থাই। এবার সেই তালিকায় যুক্ত হল বিশ্বখ্যাত ২টি সংস্থা। যৌথভাবে করোনা প্রতিষেধক টিকার ট্রায়াল শুরু করল তারা।
প্যারিস : বিশ্বের বিভিন্ন দেশ করোনা প্রতিষেধক তৈরি করতে রাতদিন এক করে দিচ্ছে। অনেক দেশেই একাধিক টিকার ট্রায়াল চলছে। ভারতের তৈরি টিকাটির ট্রায়ালও মাঝপথে। দৌড়ে অনেকটা এগিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকা। এদিকে রাশিয়া তৃতীয় স্তরের ট্রায়াল চলাকালীনই তাদের স্পুটনিক ভি-কে মান্যতা দিয়েছে। চিনও হেঁটেছে একই পথে। আবার আমেরিকাও তেমনই পথে হাঁটতে চলেছে বলে জানা যাচ্ছে। আমেরিকায় ২টি টিকা ছাড়পত্র পেতে চলেছে। তাও টিকা তৈরির চেষ্টা কিন্তু থেমে নেই। বিশ্বের ২টি বিখ্যাত সংস্থা এবার হাত মেলাল নতুন টিকা তৈরি করতে।
ফ্রান্সের সংস্থা সানোফি এবং ব্রিটেনের গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন যৌথভাবে একটি করোনা প্রতিষেধক টিকা তৈরি করেছে। তারা তাদের টিকার ট্রায়ালও শুরু করে দিল। ১ ও ২ স্তরের ট্রায়াল শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। ৪৪০ জন স্বেচ্ছাসেবকের ওপর এই ট্রায়াল শুরু করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে প্রথম ২টি স্তরের এই ট্রায়ালের ফলাফল ডিসেম্বরের শুরুতেই পরিস্কার হয়ে যাবে। তারপরই শুরু হয়ে যাবে তৃতীয় স্তরের ট্রায়াল।
ফ্রান্সের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা সানোফি তাদের ইনফ্লুয়েঞ্জা টিকার জন্য বিখ্যাত। অন্যদিকে অতিমারি প্রতিরোধ প্রযুক্তির জন্য খ্যাত ব্রিটেনের গ্ল্যাক্সো বা জিএসকে। এই ২ সংস্থার তৈরি টিকা কার্যকরী হবে বলে আশাবাদী বিশেষজ্ঞেরা। সংস্থা ২টির তরফে যৌথভাবে জানানো হয়েছে তৃতীয় স্তরের ফলাফল সব ঠিকঠাক থাকলে তারা লাইসেন্সের জন্য ২০২১ সালের শুরুতে আবেদন করতে পারে।
সংস্থা ২টির লক্ষ্য ২০২১ সালের মধ্যে ১০০ কোটি ডোজ প্রস্তুত করা। ২টি সংস্থার তরফে জানানো হয়েছে তাদের টিকা তৈরি হলে তা সুরক্ষিত ও কার্যকরী হবে। সারা বিশ্বেই যাতে তাদের তৈরি টিকা মানুষ সহজে পেতে পারেন সেই মার্কেটিংও নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সানোফি ও গ্ল্যাক্সো। ফলে বিশ্বজুড়ে করোনা টিকা তৈরির দৌড়ে এবার যুক্ত হল আরও ২টি বিশ্বখ্যাত সংস্থা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা