সুখবর মিলল ডিসেম্বরে, টিকাকরণে ছাড়পত্র পেল ফাইজার
সারা বিশ্ব অপেক্ষায় ছিল কবে থেকে শুরু হবে সাধারণ মানুষকে করোনা প্রতিষেধক টিকা দেওয়া। সেই প্রতীক্ষার অবসান হল। টিকাকরণে ছাড়পত্র পেল ফাইজার।
লন্ডন : অবশেষে আম জনতার দেহে প্রবেশ করতে চলেছে করোনা প্রতিষেধক টিকা। আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার-এর টিকা ছাড়পত্র পেল ব্রিটেনে। ব্রিটেনে আগামী সপ্তাহ থেকেই এই টিকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক।
হ্যানকক আরও জানিয়েছেন, আপাতত ৮ লক্ষ ডোজ দেওয়া হবে। যা আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হচ্ছে। প্রথমে বয়স্ক মানুষজন, স্বাস্থ্যকর্মী এবং দ্রুত অসুখের শিকার হতে পারেন এমন মানুষজনকে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য সচিব জানিয়েছেন, গত ১ মাস ধরে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেছে ফাইজারের টিকা। যেখানে তার সুরক্ষা, তার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে। আপাতত ২০২০ ও ২০২১ সালে মোট ৪ কোটি ডোজ সংস্থা ব্রিটেনকে দেবে।
এই টিকাকরণ শুরুর খবরে বেজায় খুশি মানুষজন। বিশ্বের মানুষও এই খবরে খুশি। কারণ তাঁরা হয়তো এই টিকা পাবেন না, কিন্তু টিকাকরণ যে শুরু হল এতেই তাঁরা খুশি।
এদিকে তাদের টিকা অবশেষে ছাড়পত্র পাওয়ায় খুশি ব্যক্ত করেছেন ফাইজার-এর চেয়ারম্যান। তিনি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ঘটনা বলে বর্ণনা করেছেন। এরফলে আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সাধারণ মানুষকে টিকা দেওয়ার পর্ব।
টিকার জন্য আম জনতা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন। টিকার অপেক্ষায় দিন গুনছিল গোটা বিশ্ব। ডিসেম্বরেই যে বিশ্বের কয়েকটি দেশে টিকাকরণ শুরু হবে তারও ইঙ্গিত মিলছিল।
সম্প্রতি তাদের চূড়ান্ত রিপোর্টে ফাইজার, মডার্না, স্পুটনিক ভি জানায় তাদের টিকা ৯০ শতাংশের ওপর সফল হয়েছে। এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকায় শেষ মুহুর্তে কিছু সমস্যা দেখা দেওয়ায় তা ফের একবার ট্রায়ালের মধ্যে দিয়ে যাবে বলে জানিয়ে দেয় অ্যাস্ট্রাজেনেকা। তারপর ফাইজার-এর এই ছাড়পত্র যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
ব্রিটেনে অক্সফোর্ডের টিকাটি ব্রিটেনের মানুষ প্রথম না পেয়ে ফাইজারের টিকা পেতে চলেছেন, এটাও যথেষ্ট চমকিত করেছে অনেককে। তবে বড়দিনের আগেই যে তাদের দেশে টিকাকরণ শুরু হবে তার ইঙ্গিত ব্রিটেন আগেই দিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা