Health

করোনার মধ্যেই এবার ঘুম কাড়ল শিগেলা ব্যাকটেরিয়া

করোনার প্রকোপ পুরোদস্তুর বজায় রয়েছে ভারতে। এর মধ্যেই চিন্তার ভাঁজ পুরু করল শিগেলা ব্যাকটেরিয়ার হানা। যা স্বাস্থ্য আধিকারিকদের ঘুম উড়িয়েছে।

তিরুবনন্তপুরম : করোনার প্রকোপ কিছুটা হলেও কমেছে। অন্তত ভারতে দৈনিক যে খতিয়ান সামনে আসছে তাতে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে করোনা বিদায় নিয়েছে। বরং কেরালার মত রাজ্যে করোনা এখনও তার প্রকোপ পুরোদস্তুর বজায় রেখেছে।

সেই করোনার হানা সামালাতেই হিমসিম খাচ্ছে সেখানকার স্বাস্থ্য দফতর। এক করোনা সামলাতেই অস্থির স্বাস্থ্য দফতরের ঘুম উড়িয়েছে নতুন রোগের হানা।


কেরালার কোঝিকোড়ে এক নয়া রোগ থাবা বসিয়েছে বলে জানিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর। তারা জানাচ্ছেন, এক শিশুর দেহে সেখানে শিগেলা ব্যাকটেরিয়ার খোঁজ মিলেছে। যা দেখার পর ইতিমধ্যেই রাজ্যের মানুষকে সতর্ক করেছে দফতর। এই ব্যাকটেরিয়ার হানাকে কোনওমতেই হাল্কাভাবে নিচ্ছে না তারা।

কোঝিকোড়ের ওই শিশুটি কদিন আগেই ডায়রিয়ায় আক্রান্ত হয়। তারসঙ্গে ছিল প্রবল পেটের যন্ত্রণা। বাড়িতে রেখে চিকিৎসা সম্ভব না হওয়ায় দ্রুত শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।


যাকে প্রথমে অনেকেই ভুল করে মনে করেন এটা নিপা ভাইরাসের হানা। কিন্তু পরে দেখা যায় এটা একটি ব্যাকটেরিয়ার হানা। যার নাম শিগেলা ব্যাকটেরিয়া।

এটি মূলত হানা দেয় ক্ষুদ্রান্ত্রে। সেখানেই সংক্রমণ ছড়ায়। যার একটি বড় উপসর্গ হল ডায়রিয়া। সেই উপসর্গ পুরোদস্তুর বজায় ছিল এই দেড় বছরের শিশুর।

পরে পরীক্ষা করে এই ব্যাকটেরিয়ার খোঁজ মেলে। এই ব্যাকটেরিয়া খুব দ্রুত অন্যদের প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই কোঝিকোড়ে ৬টি শিশুর দেহে এই একই উপসর্গ দেখতে পাওয়া গেছে। জানা যাচ্ছে তারাও এই শিগেলা ব্যাকটেরিয়ার শিকার। শিগেলাসিস নামে একটি রোগে আক্রান্ত হয় শিশুরা এই শিগেলা ব্যাকটেরিয়া থেকে।

কেরালার স্বাস্থ্য দফতর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। যাতে এই ব্যাকটেরিয়া ছড়াতে না পারে। সাধারণ মানুষকে আতঙ্কিত হতেও মানা করেছে তারা। বরং সতর্ক থাকতে বলা হয়েছে। শিশুদের মধ্যে এমন উপসর্গের দিকে নজর রাখতে বলা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button