Health
স্তন্যপানের ওপর নির্ভর করে এই জিনিসটি
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক ৬২ হাজারের ওপর মা ও তাঁদের সন্তানদের পরীক্ষার পর এমন এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
শিশু জন্মের পর তার স্তন্যপানের ওপর নির্ভর করে সে আগামী দিনে বাঁহাতি হবে, না ডান হাতি। যদি কোনও শিশু ৯ মাসের বেশি টানা স্তন্যপান করে তবে তার বাঁ হাতি হওয়ার সম্ভাবনা কম।
যে সব শিশু স্তন্যপান দীর্ঘদিন করে তারা সাধারণত ডানহাতি হয়। অন্যদিকে যেসব শিশু নানা কারণে জন্মের পর থেকে স্তন্যপান না করে বেশি ফিডিং বোতলে গোলা দুধ পান করে তাদের মধ্যে বাঁ হাতি হওয়ার সম্ভাবনা বেশি। এমনই এক চমকপ্রদ তথ্য সামনে এনেছেন কয়েকজন গবেষক।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক ৬২ হাজারের ওপর মা ও তাঁদের সন্তানদের পরীক্ষার পর এমন এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
তাঁদের দাবি, শিশুর মস্তিষ্কই নির্ধারণ করে সে বাঁ হাতি হবে, না ডান হাতি। এক্ষেত্রে ডান হাতি হওয়ার জন্য ব্রেনের যে অবস্থানের দরকার পরে তা বেশি দিন স্তন্যপান করা শিশুদের ক্ষেত্রে পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা