করোনাকে লোকাচ্ছে শরীরেরই কণা
করোনাকে অ্যান্টিবডি থেকে পার পাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে শরীরেরই এক ধরনের কণা। নতুন এক গবেষণায় উঠে এল এমনই চমকপ্রদ তথ্য।
অনেক সময় দেখা যাচ্ছে শরীরে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি থাকা সত্ত্বেও অনেক করোনা রোগী প্রবলভাবে অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু কেন? এমনটা তো হওয়ার নয়।
অ্যান্টিবডি থেকেও তো এমনটা হতে পারেনা। কিন্তু ঠিক সেটাই হচ্ছে। আর তা হচ্ছে শরীরেই তাকা একটি বিশেষ কণার স্ফীতির ফলে।
এই ঘর শত্রু বিভীষণই করোনাকে অ্যান্টিবডি থেকে লুকোনোর জায়গা করে দিচ্ছে। এমনই একটি গবেষণালব্ধ ফল রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে।
গবেষকরা বলছেন, কোভিড যখন কোনও রোগীর ফুসফুসে সংক্রমণ ঘটায় তখন তাঁর দেহে বিলিভারডিন ও বিলিরুবিন মাত্রা তার আশপাশের টিস্যুগুলিতে বাড়তে থাকে। আর এখানেই নিভৃতে বাড়তে থাকে করোনাকে বাঁচানোর রাস্তা।
গবেষকরা বলছেন বিলিভারডিন বাড়তে থাকলে তা করোনাকে লুকোনোর ব্যবস্থা করে দেয়। ফলে ভাইরাসগুলি সহজেই অ্যান্টিবডির নজর এড়িয়ে লুকিয়ে যেতে পারে।
ঠিক এই কারণেই কিছু করোনা রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যথেষ্ট অ্যান্টিবডি থাকা সত্ত্বেও তাঁরা করোনা রুখতে ব্যর্থ হচ্ছেন। উল্টে পরিস্থিতি জটিল আকার নিচ্ছে।
আসলে বিলিভারডিন বা বিলিরুবিন বাড়লে তা অ্যান্টিবডির বন্ধনকে আলগা করতে থাকে। ফলে অ্যান্টিবডির হাত ফসকে বেঁচে বেরিয়ে যায় করোনা ভাইরাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা