Health
প্রত্যেকদিন মাত্র ২ পেগই শরীরে ঘটনাটি ঘটায়
অনেকে মনে করেন এভাবে মেপে প্রাত্যহিক মদ্যপান শরীরের কোনও ক্ষতি করেনা। চিকিৎসকদের একটি দল গবেষণা করে জানিয়েছে, এই ভাবনা একেবারেই ভুল।
প্রত্যেক দিন মদ্যপানের অভ্যাস অনেকের থাকে। অনেকে বলেও থাকেন তাঁরা মেপে খান। একেবারে বরাদ্দ ২ পেগ। তার বেশিও নয়, কমও নয়।
অনেকে মনে করেন এভাবে মেপে প্রাত্যহিক মদ্যপান শরীরের কোনও ক্ষতি করেনা। লাগাম ছাড়া হলেই বিপত্তি। কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নের অ্যালফ্রেড হাসপাতালের চিকিৎসকদের একটি দল গবেষণা করে জানিয়েছে, এই ভাবনা একেবারেই ভুল।
মেপে প্রাত্যহিক ২ পেগও হৃদযন্ত্রের পক্ষে ক্ষতিকর। তা হৃদ কম্পনকে অনিয়মিত করে তোলে। যা হৃদযন্ত্রের জন্য মোটেও ভাল নয়।
চিকিৎসক দলের দাবি, যাঁরা খুব অল্প মদ্যপান করেন তাঁদের চেয়ে এমন পরিমাণমত মেপে ২ পেগের প্রাত্যহিক মদ্যপান আরও ক্ষতিকর। এমনকি কতটা মদ্যপানে কতটা হৃদযন্ত্রের ক্ষতি তাও বিষদে জানিয়ে দিয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা