Health

ভারতে কবে থেকে কমবে সংক্রমণ, জানাচ্ছে নতুন ট্র্যাকার

কবে থেকে কমবে এই দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ দাপট? এটাই এখন সকলের মুখে মুখে ঘোরা প্রশ্ন। তারই একটা পূর্বাভাস দিল একটি নয়া ট্র্যাকার।

ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ যেভাবে দানবীয় আকার নিয়ে আছড়ে পড়েছে তাতে ভারত তো বটেই গোটা বিশ্বের মানুষ চিন্তায়। দৈনিক সংক্রমণ ও মৃত্যু দেখে আঁতকে উঠছে গোটা বিশ্ব।

ভারতবাসীর এখন একটাই প্রশ্ন, কবে কমবে এই সংক্রমণ দাপট? সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করল একটি নয়া ট্র্যাকার। কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের তৈরি ওই ট্র্যাকার একটা পূর্বাভাস দিয়েছে।


কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের তৈরি ওই ট্র্যাকারের হিসাবে আগামী ২৩ মে থেকে ভারতে কমতে থাকবে সংক্রমণ। যা ২ সপ্তাহ ধরে টানা কমবে।

তবে তা সারা ভারতের মোট সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এখন সংক্রমণ বাড়বে বলেও জানিয়েছে ওই ট্র্যাকার।


কোথায় কোথায় বাড়বে সংক্রমণ? ওই ট্র্যাকার জানাচ্ছে অসম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পঞ্জাব, তামিলনাড়ু ও ত্রিপুরায় সংক্রমণ বাড়বে আগামী ২ সপ্তাহ।

যদিও ভারত তার চূড়া ইতিমধ্যেই স্পর্শ করেছে বলেও জানিয়ে দিয়েছে ট্র্যাকার।

যদি কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের তৈরি ওই ট্র্যাকারের পূর্বাভাস সত্যি হয় তাহলে ভারতে ২৩ মে-র পর থেকে সংক্রমণ কমলেও কমতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button