Health

ঘরোয়া একটি কাজেই দূরে থাকবে করোনা, মত যোগ বিশেষজ্ঞের

একটি ঘরোয়া কাজ। আদি অনন্তকাল ধরে প্রায় প্রতিটি বাড়িতেই এর রেওয়াজও রয়েছে। আর তাতেই দূরে থাকবে করোনা। এমনই দাবি করলেন এক যোগ বিশেষজ্ঞ।

করোনা থেকে কীভাবে দূরে থাকা যায় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অনেক ঘরোয়া টোটকাই এখন বেছে নিচ্ছেন মানুষজন। যেখান থেকে যা শুনছেন তাই করার চেষ্টা করছেন। যদি তাতে করোনা একটু দূরে থাকে।

প্রয়াগরাজের এক যোগ বিশেষজ্ঞ এমনই একটি ঘরোয়া উপায়ের কথা জানিয়েছেন। তাঁর দাবি এতে করোনা দূরে থাকবে। শক্তিশালী হবে শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া।


তিনি এমনও দাবি করেছেন এই ঘরোয়া অভ্যাসই আগেকার দিনের মানুষজনের ফুসফুসকে শক্তিশালী রাখত।

রতন সিনহা নামে ওই যোগ বিশেষজ্ঞ সকলকে প্রাত্যহিক শাঁখ বাজানোর পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, শাঁখ বাজালে শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া শক্তিশালী হয়। যা আদপে করোনাকে দূরে রাখতে সাহায্য করে।


শাঁখ এমনিতেই হিন্দুধর্মে যথেষ্ট গুরুত্ব পায়। সব পুজো থেকে বাড়িতে সকাল সন্ধের নিত্য পুজো, সবেতেই শাঁখের গুরুত্ব রয়েছে। এমনকি বৌদ্ধধর্মেও শাঁখ বাজানোর রেওয়াজ রয়েছে।

আপাতত শাঁখ বাজানোর এই পরামর্শ শুনেছেন অনেকে। লখনউ শহরের স্ট্যানলে রোড, দ্বারভাঙ্গা বা সিভিল লাইনস এরিয়ার অধিকাংশ পরিবার সকাল ৬টায় উঠে শাঁখ বাজাচ্ছেন।

সকাল ৬টাতেই শাঁখের আওয়াজে মুখরিত হয়ে উঠছে চারপাশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button