করোনা হলে টিকা কতদিন পর, জানাল সরকারি প্যানেল
করোনা হয়েছে কিন্তু টিকা গ্রহণ করা হয়নি। তাহলে তাঁরা সেরে ওঠার কতদিন পর নিতে পারবেন টিকা? এ বিষয়ে তাদের মতামত জানাল সরকারি প্যানেল।
করোনার দ্বিতীয় ঢেউতে বেসামাল দেশ। এখন তো যা পরিস্থিতি তাতে কার কখন করোনা সংক্রমণ হবে তা বোঝা দায়। অনেক সময় যাবতীয় নিয়মবিধি নেমেও করোনা ঠেকানো মুশকিল হচ্ছে।
এদিকে এখন দেশে করোনা প্রতিষেধক টিকার হাহাকার চলছে। দেশের খুব কম সংখ্যক মানুষই টিকাকরণের সুবিধা পেয়েছেন। ফলে দেশের সিংহভাগটাই টিকা পায়নি।
এদিকে অনেকে করোনা সংক্রমণের শিকার হয়েছেন। তাহলে করোনা থেকে সেরে ওঠার পর তাঁরা কবে টিকা গ্রহণ করবেন?
এ প্রশ্ন অনেকের মনেই। সে বিষয়ে তাদের পরামর্শ স্পষ্ট করল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন।
সরকারি এই প্যানেলের প্রস্তাব, যদি কারও করোনা হয় তাহলে তাঁর সামনের ৬ মাসের মধ্যে টিকা গ্রহণের কথা ভাবা উচিত নয়। ৬ মাস পর তিনি টিকা গ্রহণ করতে পারেন।
এই প্রস্তাবকে গুরুত্বও দিচ্ছেন সকলে। অনেকের মনে এই নিয়ে ধোঁয়াশা ছিল।
করোনা হওয়ার পরই টিকা নেওয়া যায়না একথা শোনা যাচ্ছিল ঠিকই। তবে তা কত দিন, তা পরিস্কার ছিলনা অনেকের কাছেই।
অবশেষে তা পরিস্কার হল। করোনা থেকে সুস্থ হওয়ার ৬ মাস পরই নেওয়া উচিত করোনা প্রতিষেধক টিকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা