Health

করোনা রুখতে ইচ্ছামত স্টিম নিতে বারণ মন্ত্রীর

করোনা কালে ঘরোয়া বেশ কিছু উপচার মানুষ দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে ফেলেছেন। যার মধ্যে স্টিম নেওয়াও রয়েছে। কিন্তু ইচ্ছামত এভাবে স্টিম নিতে বারণ করলেন মন্ত্রী।

করোনা রুখতে মানুষ এখন কিনা করছেন। যেখানে যা শুনছেন তাই প্রয়োগ করছেন। লক্ষ্য একটাই। করোনাকে নিজের থেকে দূরে রাখা। কিন্তু সেটা করতে গিয়ে কোনও বড় ভুল হয়ে যাচ্ছে না তো? সে প্রশ্ন উঠছিলই।

করোনাকে দূরে রাখতে স্টিম নেওয়ার বিষয়টি এখন বহুল প্রচলিত। অনেক মানুষ দৈনিক স্টিম নিচ্ছেন করোনাকে দূরে রাখতে। বাইরে বের হলে ফিরেই স্টিম নিয়ে নিচ্ছেন। কিন্তু এভাবে ইচ্ছামত স্টিম নিতে বারণ করলেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম।


মন্ত্রী জানিয়েছেন, অনেকেই এখন স্টিম নিচ্ছেন। কিন্তু সঠিক নিয়ম না জেনে স্টিম নেওয়া একেবারেই উচিত নয়। তাতে ফুসফুসের ক্ষতি হতে পারে। তাই স্টিম নিলেও চিকিৎসকের পরামর্শ নিয়েই তা নিতে পরামর্শ দিয়েছেন সুব্রহ্মণ্যম।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় এখন করোনা রুখতে বহু উপচার ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে স্টিম নেওয়া অন্যতম।


তবে মন্ত্রী জানিয়েছেন, করোনার কোনও উপসর্গ থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

নিজে থেকে ওষুধ খাওয়া বা স্টিম নেওয়ার মত পদক্ষেপ থেকে দূরে থাকতেই পরামর্শ দিয়েছেন তিনি। এভাবে নিজের ইচ্ছামত স্টিম নিয়ে অন্য শারীরিক সমস্যাকে ডেকে আনার ক্ষেত্রে মন্ত্রীর এই পরামর্শকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞেরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button