চিন্তার ভাঁজ পুরু করে এবার হানা দিল হোয়াইট ফাঙ্গাস
ব্ল্যাক ফাঙ্গাসকেই কাবু করা যাচ্ছেনা। হুহু করে ছড়াচ্ছে এই রোগ। তার মধ্যেই চিন্তা আরও বাড়িয়ে হানা দিল নতুন আতঙ্ক হোয়াইট ফাঙ্গাস।
করোনার ধাক্কাই সামলানো যাচ্ছেনা। তার মধ্যে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। এবার সেই ব্ল্যাক ফাঙ্গাসকে ভাল করে বোঝার আগেই হানা দিল আরও এক নয়া আতঙ্ক হোয়াইট ফাঙ্গাস।
এক ৭০ বছরের রোগীর শরীরে এই হোয়াইট ফাঙ্গাসের দেখা মিলেছে। ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি আইনের আওতায় আনতে না আনতেই এবার নতুন চিন্তা নিয়ে হাজির হল হোয়াইট ফাঙ্গাস।
চোখে জেলির মত তৈরি হওয়া এবং চোখে প্রায় দেখতে না পাওয়া একটি উপসর্গ হিসাবে সামনে এসেছে এই হোয়াইট ফাঙ্গাসের ক্ষেত্রে।
উত্তরপ্রদেশের মাউ জেলার বাসিন্দা ৭০ বছরের ওই বৃদ্ধ গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁরা চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। হাসপাতাল থেকে ছাড়া পান।
ব্ল্যাক ফাঙ্গাস যেমন কোভিড থেকে সেরে ওঠা মানুষের দেহে হানা দিচ্ছে, হোয়াইট ফাঙ্গাসও তেমনই। ওই বৃদ্ধের দেহে হোয়াইট ফাঙ্গাসের অস্তিত্ব পাওয়া যায় গিয়েছে এখন।
ওই বৃদ্ধের করোনা উপসর্গের মতই উপসর্গ দেখা দেওয়ায় তাঁর করোনা পরীক্ষা হয়। ফল নেগেটিভ আসে। তারপরই তাঁর চোখের সমস্যা বাড়তে থাকায় ভিটরিয়াস বায়প্সি করা হয়। আর তাতেই পাওয়া যায় হোয়াইট ফাঙ্গাসের অস্তিত্ব।
যদিও এই ফাঙ্গাসের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা কেমন তা এখনও চিকিৎসকদের কাছে পরিস্কার নয়। কারণ অতিবিরল এই রোগ। তবে ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার হোয়াইট ফাঙ্গাসের থাবা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা