করোনার বিরুদ্ধে নিঃশব্দে লড়ছে শরীরের বাসিন্দা ব্যাকটেরিয়া
মানবদেহে যেমন রয়েছে করোনাকে লোকানোর জায়গা দিয়ে তাকে বাঁচানোর উপাদান, তেমনই এই দেহেই রয়েছে এক বাসিন্দা ব্যাকটেরিয়া, যারা করোনার বিরুদ্ধে লড়ছে।
মানব শরীরে করোনার উপস্থিতি, প্রভাব, শরীরে তার প্রতিরোধ সব কিছু নিয়েই গবেষণা অব্যাহত। তেমনই এক গবেষণা অবাক করল গোটা বিশ্বকে। মানুষের শরীরেই রয়েছে এমন এক ব্যাকটেরিয়া যা শরীরে থাকে আর লড়াই করে অন্য ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে।
দক্ষিণ কোরিয়ার সিওলের ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, মানব দেহের অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। যার ঘরবাড়ি ওই মানব দেহের অন্ত্র। মাঝে দেখা যাচ্ছিল করোনার মাঝারি বা অতিপ্রভাবে বিধ্বস্ত দেহে কখনও ফুসফুসে আঘাত হানছিল করোনা। আবার কখনও গ্যাসট্রোইন্টেস্টাইনাল উপসর্গ দেখা দিচ্ছিল।
গবেষকরা পরীক্ষা করতে গিয়ে দেখেন অন্ত্রে করোনা যখনই প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, মানবদেহের বাসিন্দা ওই ব্যাকটেরিয়া তেড়ে গেছে তার দিকে। করোনাকে তার ভয়ংকর রূপ দেখাতে দেয়নি অন্ত্রে। করোনার বিরুদ্ধে লড়াই করেছে। আর সেই লড়াই কাজেও লেগেছে বারবার।
শুধু করোনার বিরুদ্ধে লড়াই করাই নয়, অন্ত্রে বসবাসকারী ওই ব্যাকটেরিয়া এইচ পাইলোরি নামে এক ভয়ংকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়াই দেয়।
এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া অন্ত্রে ঘা তৈরি করে দেওয়ার ক্ষমতা ধরে। এমনকি তা পাকস্থলীর ক্যানসারের জন্ম দেয়। যার বিরুদ্ধে কিন্তু নিঃশব্দে লড়াই দিয়ে যায় মানবদেহের অন্ত্রে থাকা এই ব্যাকটেরিয়া।
গবেষকরা এবার পরীক্ষা করতে গিয়ে এটা পেলেন যে এই ব্যাকটেরিয়া লড়াই দিচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। এমনকি অন্য ভাইরাসের বিরুদ্ধেও লড়তে সক্ষম এই ব্যাকটেরিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা