Health

কোভ্যাক্সিনের পরীক্ষা শেষ, জানা গেল তার কার্যকরী ক্ষমতা কত

ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন সাধারণ মানুষকে দেওয়া শুরু হয় তার পরীক্ষার তৃতীয় পর্যায় চলাকালীনই। এবার পাওয় গেল তার চূড়ান্ত ফল।

হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা প্রতিষেধক টিকা কোভ্যাক্সিন ভারতবাসীকে দেওয়া শুরু হয়েছিল তার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলাকালীনই। কোভিশিল্ডের সঙ্গে দেশে এখন সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে কোভ্যাক্সিনই।

এদিকে টিকাকরণ চলার পাশাপাশি কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালও চলতে থাকে। সেই ট্রায়ালের চূড়ান্ত ফল অবশেষে সামনে এল।


সংস্থার তরফে জানানো হয়েছে তৃতীয় ট্রায়ালের শেষে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে কোভ্যাক্সিনের কার্যকরী ক্ষমতা ৭৭.৮ শতাংশ।

কোভ্যাক্সিনের কার্যকরী ক্ষমতা কোন ক্ষেত্রে কতটা তা দেখতে গিয়ে আবার দেখা গেছে গুরুতর লক্ষণযুক্ত কোভিড-১৯-এর ক্ষেত্রে এর কার্যকরী ক্ষমতা ৯৩ শতাংশ।


এদিকে কোভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া কতটা তা দেখতে গিয়ে দেখা গেছে ১২ শতাংশ ক্ষেত্রে এর পার্শ্বপ্রতিক্রিয়া নজরে পড়েছে। যার মধ্যে ০.৫ শতাংশ ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর হয়েছে।

কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর তার পুরো ফলাফল সামনে আসায় এবার ভারত পৃথিবীর অন্যতম একটি টিকা প্রস্তুতকারক দেশের তালিকায় জায়গা পেল।

ভারতের নিজস্ব টিকা একটি তৈরি হল যার কার্যকরী ক্ষমতা যথেষ্ট বেশি। ভারত বায়োটেক এই টিকা আইসিএমআর ও এনআইভি পুনের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে।

ভারতে কোভ্যাক্সিন ছাড়াও কোভিশিল্ড সাধারণ মানুষকে দেওয়া চলছে। এছাড়াও ভারতে ছাড়পত্র পেয়েছে রাশিয়ার স্পুটনিক ভি। কদিন আগেই জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড় পেয়েছে মার্কিন মুলুকের মডার্নার টিকাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button