চিনের গবেষণাগার থেকেই ছড়ায় করোনা ভাইরাস, দাবি মার্কিন রিপোর্টে
চাঞ্চল্যকর একটি রিপোর্ট পেশ করে বিশ্ব জুড়ে হৈহৈ ফেলে দিল মার্কিন রিপাবলিকান রিপোর্ট। রিপোর্টে দাবি করা হয়েছে চিনের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস।
গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়া করোনা ভাইরাস এল কোথা থেকে? এ প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমে বাদুড় প্রসঙ্গ এলেও পরে দাবি ওঠে চিনের উহানের একটি গবেষণাগার থেকেই ছড়ায় এই মারণ ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা উহানে প্রতিনিধি দল পাঠানোর পর ফের সেখানে এই বিষয়ে তদন্তের জন্য প্রতিনিধি দল পাঠাতে চেয়েছিল। কিন্তু চিন জানিয়ে দেয় দ্বিতীয় বারের জন্য আর তারা কাউকে সেখানে তদন্তের অনুমতি দেবেনা।
এরমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেনটেটিভস রিপাবলিকানস একটি তদন্ত চালাচ্ছিল করোনার উৎপত্তি নিয়ে। সোমবার তার রিপোর্ট সামনে এনে তারা হৈচৈ ফেলে দিল বিশ্বজুড়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেনটেটিভস রিপাবলিকানস তাদের রিপোর্টে দাবি করেছে করোনা ভাইরাস ছড়িয়েছে চিনের উহান শহরের উহান ইন্সটিটিউট অফ ভাইরোলজি থেকে।
অন্যতম তদন্তকারী মাইকেল ম্যাককাউল দাবি করেছেন, তদন্ত করে দেখা গেছে সব রাস্তাই গিয়ে ঠেকেছে সেই উহান ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে। সব তথ্যই ওদিকে ইঙ্গিত করেছে।
তাঁর দাবি, উহানে করোনা ভাইরাস নিয়ে চলছিল গবেষণা। যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে হচ্ছিল। এখন বিশ্বের অনেক গবেষক, বিজ্ঞানীই গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়ানোর তত্ত্বে গুরুত্ব দিচ্ছেন।
নতুন করে তদন্তও চাইছেন বিজ্ঞানীরা। চিন অবশ্য এখনও তাদের পুরনো দাবিতেই আটকে আছে। তাদের দাবি কোনও জন্তু থেকেই উহানের বাজারে মানব দেহে সংক্রমিত হয়েছিল এই ভাইরাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা