করোনার পর এক নতুন সমস্যা ভোগাচ্ছে রোগীদের
করোনা অধিকাংশ মানুষের ক্ষেত্রে এক সময় সেরে যাচ্ছে। কিন্তু সেরে গেলেও এ রোগের পার্শ্বপ্রতিক্রিয়া পিছু ছাড়ছে না। এবার তৈরি হয়েছে এক নতুন সমস্যা।
করোনা হয়ে গেলেও এক নতুন সমস্যা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে রোগীদের ক্ষেত্রে। যা দীর্ঘকালীন সমস্যা হয়ে সামনে আসছে। চিকিৎসকেরা জানাচ্ছেন ক্রমশ করোনা থেকে সেরে ওঠা রোগীদের ক্ষেত্রে এই সমস্যা বাড়ছে।
আগে দেখা যেত করোনা হলে অনেকের হৃদযন্ত্রের সমস্যা হচ্ছিল। ফুসফুসের সমস্যা হচ্ছিল। দীর্ঘদিন ধরে দুর্বলতা পিছু ছাড়ছিল না।
অনেকের ক্ষেত্রে শ্বাস নেওয়ার সমস্যাও কমবেশি থেকে যাচ্ছিল। কিন্তু করোনা যেমন তার ধরণ বদলে নতুন রূপে সামনে আসছে, তেমনই করোনার পর পার্শ্বপ্রতিক্রিয়াও নতুন নতুন সমস্যা নিয়ে সামনে আসছে।
বর্তমানে দেখা যাচ্ছে করোনা থেকে সেরে ওঠা ২০ থেকে ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে হাড়ের যন্ত্রণা ও গাঁটে গাঁটে ব্যথা হতেই থাকছে।
দীর্ঘদিন ধরে সেই ব্যথা ভোগাচ্ছে। এই সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছেও যাচ্ছেন তাঁরা। আর এই সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে।
করোনার পর এই হাড়ের সমস্যা বহুদিন পর্যন্ত বজায় থাকছে। চিকিৎসকেরা এই সমস্যাকে বলছেন রিঅ্যাকটিভ আর্থারাইটিস।
যাঁদের করোনার থাকাকালীন হাঁপানি বেড়েছিল বা তাঁদের ভেন্টিলেটরে দিতে হয়েছিল, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে।
করোনা রোগ হিসাবে নিরাময় যোগ্য অধিকাংশ মানুষের ক্ষেত্রে। কিন্তু অনেকেরই মতে করোনা যখন পজিটিভ ছিল তখন যত না কষ্ট হয়েছে, করোনা সেরে যাওয়ার পর শারীরিক নানা সমস্যা তার চেয়ে বেশি কষ্ট দিচ্ছে তাঁদের। আর তা বহুদিন ধরে থেকে যাচ্ছে। সহজে পিছু ছাড়ছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা