এই সংখ্যক সিগারেট অন্ধ করে দিতে পারে, বলছে গবেষণা
সিগারেট খেলে ফুসফুসের সমস্যা হতে পারে। এমন কথা আগেই জানা গিয়েছে। এবার মার্কিন গবেষকরা সামনে আনলেন আরও এক ব্যাধি।
চেন স্মোকার শব্দটা নতুন নয়। দেশে বিদেশে এমন অনেকেই আছেন যাঁরা একটি সিগারেটের আগুন থেকেই নতুন সিগারেট জ্বালিয়ে ধূমপান করে থাকেন। আবার অনেকে এমন না করলেও কিছুক্ষণ অন্তরই একটি করে সিগারেট জ্বালিয়ে ফেলেন। এঁদের দিনে ২০টির বেশিই সিগারেট খাওয়া হয়ে যায়।
২০টি মানে ২ প্যাকেট। আর ২ প্যাকেট সিগারেট অনেকের কাছেই একদিনের জন্য যথেষ্ট নয়। একইভাবে বিড়ি যাঁরা খান তাঁদেরও দিনে ২০টি বিড়ি অনেক সময় হয়েই যায়। আর এখানেই এক ভয়ংকর বিপদ অপেক্ষা করছে।
সিগারেট খেলে ক্যানসার হতে পারে। সিগারেট খেলে ফুসফুসের সমস্যা হতে পারে। এমন কথা আগেই জানা গিয়েছে। এবার নিউ জার্সির রাটগারস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সামনে আনলেন আরও এক ব্যাধি।
তাঁদের গবেষণা বলছে, দিনে যাঁরা ২০টির বেশি সিগারেট খেয়ে থাকেন তাঁদের রঙ চেনার ক্ষমতা লোপ পেতে থাকে। যা অবশেষে তাঁদের অন্ধ করে দেয়।
এই গবেষণায় গবেষকেরা দিনে ১৫টির কম সিগারেট খান এমন ৭১ জনকে বেছে নেনে। আর অন্যদিকে দিনে ২০টির বেশি সিগারেট খান এমন ৬৩ জনকে বেছে নেন। এঁদের সকলেরই বয়স ২৫ থেকে ৪৫ এর মধ্যে।
দেখা গেছে এঁদের মধ্যে যাঁরা বেশি সিগারেট খান তাঁদের লাল, সবুজ, হলুদ ও নীল রং চেনার ক্ষমতা অনেক বেশি লোপ পাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা