৫০টির ওপর করোনা পরবর্তী দীর্ঘকালীন সমস্যা তৈরি হচ্ছে শরীরে
করোনা হয়েছে এমন বহু রোগী বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছেন। তাঁদের করোনা পরবর্তী সময়েও ভোগান্তি পিছু ছাড়ছে না। এমন ৫০টির ওপর সমস্যার খোঁজ পেলেন গবেষকরা।
কোভিড-১৯ রোগটির প্রায় ২ বছর বয়স হতে চলল। ফলে প্রচুর রোগী ও তাঁদের করোনার সময় ও তার পরবর্তী সময়ের কেস স্টাডির সুযোগ এসেছে চিকিৎসক, গবেষকদের কাছে। ফলে ক্রমে করোনা সম্বন্ধে অনেক কিছু জানতে পারছেন তাঁরা।
করোনা হয়েছে এমন বহু রোগীকে বলতে শোনা যায় করোনা যখন হয়েছিল তখন যত না কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি ভুগতে হচ্ছে করোনা সেরে যাওয়ার পর। নানা শারীরিক সমস্যায় জর্জরিত হতে হচ্ছে তাঁদের।
আমেরিকায় হওয়া একটি গবেষণায় গবেষকরা দেখেছেন ৫০টির ওপর এমন দীর্ঘকালীন সমস্যা রয়েছে যা করোনা জয়ীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্যাগুলি আবার করোনা হয়েছে এমন ৮০ শতাংশ রোগীর ক্ষেত্রেই দেখা যাচ্ছে।
গবেষকরা জানাচ্ছেন, ৫৮ শতাংশের ক্ষেত্রে প্রবল ক্লান্তি থাকছে দীর্ঘদিন ধরে। মাথার যন্ত্রণায় ভুগছেন ৪৪ শতাংশ, মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন না ২৭ শতাংশ, মাথার চুল পড়ে যাচ্ছে ২৫ শতাংশের, শ্বাসের সমস্যা থেকে যাচ্ছে ২৪ শতাংশের ক্ষেত্রে, স্বাদ পাচ্ছেন না ২৩ শতাংশ, গন্ধ পাচ্ছেন না ২১ শতাংশ মানুষ। অনেকের মধ্যে একাধিক দীর্ঘকালীন এমন সমস্যাও দেখা যাচ্ছে।
এগুলি ছাড়াও দেখা যাচ্ছে সর্দি থেকে যাচ্ছে। অনেকের বুকে একটা অস্বস্তি হয়েই চলেছে। আরও নানা ধরনের ফুসফুসের সমস্যা হচ্ছে।
বুকের এক্স-রে-তে অস্বাভাবিকতা ধরা পড়ছে। রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা যাচ্ছে। অনেকে অ্যানিমিয়াটিক হয়ে পড়ছেন। হাড়ের যন্ত্রণা সহ হাড়ের সমস্যা দেখা দিচ্ছে। হৃদযন্ত্রের সমস্যাও দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে।
এমনভাবে সব মিলিয়ে করোনা থেকে সেরে ওঠার পর ৫৫টি এমন উপসর্গের খোঁজ পেয়েছেন গবেষকেরা। যা মানুষকে দীর্ঘকাল ভোগাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা