রাত হলেই হাঁপানির টান বাড়ে কেন, মূল কারণ জানালেন গবেষকরা
রাত হলেই হাঁপানির টান যাঁদের আছে তাঁদের কষ্ট বাড়ে। এর কারণ হিসাবে বেশ কিছু প্রচলিত ধারনা আছে। কিন্তু এবার গবেষকরা কারণের মূলে পৌঁছলেন।
হাঁপানির সমস্যা নতুন রোগ নয়। শত শত বছর ধরে এই সমস্যা মানুষকে ভোগাচ্ছে। যাঁদের হাঁপানির টান আছে তাঁদের কাছে বিভীষিকা হল রাত। কারণ রাতে এই হাঁপানির টান বাড়ে।
হাঁপানির রোগীরা যে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন এমনটা নয়। কিন্তু রাত হলে টান বাড়ে এটা ঠিক। বহু বছর ধরে অধিকাংশ হাঁপানি রোগী এই রাত্রিকালীন টানের সমস্যায় ভুগছেন।
এর কারণ হিসাবে এখনও পর্যন্ত বেশ কিছু প্রচলিত ধারনা রয়েছে। রাতে তাপমাত্রা হেরফের, শরীর চর্চা, পরিবেশ পরিস্থিতি, কীভাবে শোওয়া হচ্ছে সহ এমন বেশ কিছু বিষয়কে কারণ ধরে এগোচ্ছিলেন অনেকে।
কিন্তু অরিগন হেলথ অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, এগুলি নয়, রাতে হাঁপানি বাড়ার পিছনে রয়েছে অন্য কারণ।
গবেষকদের দাবি, রাতে হাঁপানি বাড়ার পিছনে রয়েছে ছোটবেলা থেকে তৈরি হওয়া রাতে ঘুমোতে যাওয়া ও সকালে ঘুম থেকে ওঠার একটি চক্রাকার অভ্যাস। এই বহুদিনের অভ্যাসে এদিক ওদিক হলে এই সমস্যা বাড়ে।
২৪ ঘণ্টার মধ্যে রাতে যে ঘুম পায় এটা এই চক্রাকার পদ্ধতির অঙ্গ। এর সঙ্গে মানুষের মস্তিষ্কের যোগ রয়েছে। শরীরের যে ঘড়ি রয়েছে তাও এর অঙ্গ।
এর ওপর শরীরের সব কাজ নির্ভর করে আছে। যাঁদের রাতে প্রবল হাঁপানির টান ওঠে তাঁদের রাতের দিকে ফুসফুসের সমস্যাও দেখা দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা