করোনার দ্বিতীয় ঢেউ কি অবস্থায় রয়েছে জানাল স্বাস্থ্যমন্ত্রক
দেশে তৃতীয় ঢেউ কবে আছড়ে পড়বে সে চিন্তায় রয়েছেন দেশবাসী। কিন্তু তার আগে দ্বিতীয় ঢেউয়ের কি পরিস্থিতি তাও জানা জরুরি। সে বিষয়ে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ছিল আতঙ্কের আর এক নাম। এপ্রিল, মে, জুন জুড়ে কার্যত তাণ্ডব দেখিয়ে তারপর আস্তে আস্তে তার দাপট কমায় করোনা। কিন্তু এখনও দেশে ৩৫ থেকে ৪৫ হাজারের মধ্যে সংক্রমণ ধরা পড়ছে প্রতিদিন।
এর মধ্যেই আবার তৃতীয় ঢেউ আসার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। যা দেশবাসীকে চিন্তায় রেখেছে। কিন্তু তৃতীয় ঢেউ নিয়ে যখন চিন্তার ভাঁজ পুরু হচ্ছে তখন এটা তো জানা দরকার যে দ্বিতীয় ঢেউ কি অবস্থায় রয়েছে। আদৌ তা এখনও রয়েছে, নাকি দ্বিতীয় ঢেউ চলে গেছে। তার উত্তর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, দেশে কিন্তু এখনও দ্বিতীয় ঢেউ বজায় রয়েছে। দ্বিতীয় ঢেউ এখনও বিদায় নেয়নি। তা বিদায় নিতে এখনও কিছুটা সময় বাকি।
ভূষণ আরও জানিয়েছেন, শুক্রবার থেকেই দেশে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরসুম। কারণ শুক্রবার গণেশ চতুর্থী। তিনি সকলকে সতর্ক করে জানিয়েছেন, এই উৎসবের মরসুমে সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মেনে চলা এবং স্যানিটাইজেশনে জোর দেন ভূষণ। সেইসঙ্গে দেশবাসীকে যত দ্রুত সম্ভব নিজেদের টিকাকরণ সম্পূর্ণ করার আহ্বান জানান।
ভূষণ বলেন, কেন্দ্র ও রাজ্যসরকারগুলি আপ্রাণ চেষ্টা করছে সকলকে টিকা দেওয়ার। তাই এবার মানুষের উচিত এগিয়ে এসে টিকা গ্রহণ করা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা