টিকা মন ভাল করতে পারে কিনা তার উত্তর দিল গবেষণা
করোনা প্রতিষেধক টিকা কি মানুষের মন ভাল করে দিতে পারে? এ প্রশ্নও এখন উঠতে শুরু করেছে। প্রশ্নটা কিঞ্চিত অদ্ভুত শোনালেও তা নিয়ে কিন্তু গবেষণা হয়েছে।
করোনা বিশ্বে প্রভাব বিস্তার করার পর থেকে গোটা বিশ্বের বিজ্ঞানীরা যেমন চেষ্টা চালিয়ে গেছেন যাতে একটা করোনা প্রতিষেধক টিকা আবিষ্কার করা যায়, তেমনই বিশ্ববাসী ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করেছেন কবে আসবে করোনা টিকা?
সেই অপেক্ষা ফুরোয় চলতি বছরের শুরুতেই। তারপর থেকে এখন টিকাকরণ হয়ে চলেছে। করোনা টিকার ২টি ডোজ অনেকটাই হাসপাতালে ভর্তি হওয়া বা করোনার জেরে অসুস্থতা বাড়াবাড়ি জায়গায় পৌঁছনো বন্ধ করতে পেরেছে বলে মনে করেছেন বিশেষজ্ঞেরা।
কিন্তু করোনার জেরে যে মানসিক সমস্যায় মানুষ জর্জরিত তা থেকে কি মুক্তি দিতে পারে এই টিকা? এর উত্তর দিয়েছেন গবেষকেরা।
গবেষকেরা জানাচ্ছেন, করোনার জন্য প্রতিষেধক টিকা সরাসরি মনের স্বাস্থ্য ভাল করতে পারেনা তা ঠিক, তবে করোনার জেরে যে আতঙ্ক মানুষের মনে ছেয়েছিল, যেভাবে আশপাশের মানুষকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে মানুষ দেখেছেন, দেখেছেন বহু মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে, তা থেকে করোনা প্রতিষেধক টিকা কিছুটা স্বস্তি দিতে পারায় তা বহু মানুষকে মানসিকভাবে অনেকটা স্বস্তি দিয়েছে। আর সেই স্বস্তিই তাঁদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করেছে।
সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেখেছেন, যাঁরা প্রতিষেধক করোনা টিকা গ্রহণ করেছেন তাঁদের স্ট্রেস বা মনের ওপর চাপ অনেকটা কমেছে। মন খারাপের হাত থেকে কমপক্ষে ১৫ শতাংশ মুক্তি পেয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা