Health

চিউইং গাম চিবোনোর এক মহৎ উপকারের হদিশ দিল গবেষণা

চিউইং গাম চিবোনোর অভ্যাস অনেকেরই আছে। কিন্তু মামুলি চিউইং গামের এক বড় গুণের হদিশ দিল একটি গবেষণা।

খেলোয়াড় থেকে সাধারণ মানুষ, অনেকই কম বেশি চিউইং গাম চিবিয়ে থাকেন। ছোট থেকে তরুণ বয়সেও এর একটা চাহিদা রয়েছে। বিশেষত বাবল গাম জাতীয় জিনিস বেশ কিছুক্ষণ চিবিয়ে তারপর তা মুখের মধ্যে ফোলানোর মজা অনেকই উপভোগ করেন।

কিন্তু সেই চিউইং গামের যে চিকিৎসাক্ষেত্রে কোনও ভূমিকা থাকতে পারে তা বোধহয় কেউ ভেবে দেখেননি। অথচ সেটাই দেখা গেল। চিউইং গাম চিবোনোর সঙ্গে একেবারে সরাসরি হৃদযন্ত্রে অস্ত্রোপচারের যোগসূত্র বার করলেন গবেষকেরা।


মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার আপল্যান্ডের ক্রোজার-চেস্টার মেডিক্যাল সেন্টারের গবেষকেরা দাবি করেছেন যে হার্ট সার্জারি বা হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর রোগীর দ্রুত সেরে ওঠার সঙ্গে চিউইং গাম চিবোনোর যোগ রয়েছে।

হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর যদি রোগী চিউইং গাম চিবোন তাহলে তিনি অনেকটা সুস্থ অনুভব করতে থাকেন। এই সুস্থ হয়ে ওঠার অনুভব বেড়ে যাওয়ার সঙ্গে আবার যোগ রয়েছে দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার।


হার্ট সার্জারির পর তাই চিউইং গাম রোগীদের দ্রুত সুস্থ হওয়ার অনুভূতি দেয়। সেইসঙ্গে তাঁদের দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার রাস্তা খুলে দেয়। এটা অস্ত্রোপচারের পর রোগীর গাট ফাংশনকেও তরান্বিত করতে সাহায্য করে।

গবেষকদের পরামর্শ এটা কোনও খরচ সাপেক্ষ বিষয় নয়। তাই হার্ট সার্জারির পর সব রোগীকেই চিউইং গাম চিবোতে দেওয়া যেতে পারে।

এটা চালু করতে পারেন চিকিৎসকেরা। এতে রোগীরই উপকার হবে বলে মনে করছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button