Health

দীর্ঘ করোনা ডেকে আনতে পারে স্নায়ুরোগ, বলছে গবেষণা

মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে করোনা। এর মধ্যেই এক চিন্তার কথা জানাল এক গবেষণা। দীর্ঘ করোনা ডেকে আনতে পারে এক বড় সমস্যার স্নায়ুরোগকে।

গত দেড় বছরে করোনা কম ক্ষতি করেনি। অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতির পাশাপাশি মানুষের শরীরেও নানা ক্ষতির কারণ হচ্ছে করোনা।

করোনা আবার ২ রকমভাবে দেখা যাচ্ছে। একটা হল করোনা সেরে যাচ্ছে। তারপর শুরু হচ্ছে নানা শারীরিক সমস্যা। আবার অনেকের ক্ষেত্রে করোনা সহজে ছাড়তে চাইছে না। খুব ভয়ংকরভাবে কাবু না করেও করোনা থেকে যাচ্ছে দীর্ঘদিন।


এই ২ ধরনের রোগীর ক্ষেত্রেই অন্য নানা সমস্যার সঙ্গে এক স্নায়ুরোগ তাঁদের কাবু করার সমস্যা বাড়িয়ে দিচ্ছে। যার প্রভাব এখনই বোঝা না গেলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তে থাকবে বলে মনে করছে গবেষণা।

সিঙ্গাপুরে হওয়া একটি গবেষণার পর গবেষকেরা জানাচ্ছেন, অনেকের ক্ষেত্রে করোনা হলে দেখা যাচ্ছে মনঃসংযোগ কমছে। মস্তিষ্কজনিত সমস্যা বাড়ছে। এর হাত ধরে আসলে বাড়ছে ভুলে যাওয়ার রোগ। যাকে চিকিৎসাশাস্ত্রে বলা হল ডিমেনশিয়া।


ভুলে যাওয়ার রোগ ডিমেনশিয়া হয়তো কারোকে ৭০ বছরের পর আক্রমণ করত। কিন্তু করোনার জেরে তা অনেক আগে থেকেই প্রভাব বিস্তার শুরু করে দেবে।

গবেষকেরা বলছেন, যাঁদের দেহে সুপ্তভাবে এই সম্ভাবনা তৈরি হচ্ছে, তাঁদের তা তরান্বিত করতে করোনা সিদ্ধহস্ত। ফলে অতিদ্রুত তা ছড়াতে থাকে।

এটা কিন্তু করোনার এক ভয়ংকর প্রভাব হতে চলেছে বলে মনে করছেন গবেষকরা। পারকিনসনসের মত স্নায়ুরোগের সঙ্গে আবার ডিমেনশিয়ার গভীর যোগ রয়েছে। করোনা সেই ভুলে যাওয়ার রোগকে আরও বাড়িয়ে দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button