করোনার দাপট রুখে দিতে এর তুলনা মেলা ভার, বলছে গবেষণা
করোনা না হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু হলে তা যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায় তারজন্য দেহে যেগুলির প্রভাব থাকা জরুরি তেমনই একটি ভিটামিনের খোঁজ দিলেন গবেষকেরা।
করোনা অনেকের ক্ষেত্রে প্রবল প্রভাব ফেলছে। তাঁদের বাড়িতে রেখে সুস্থ করা যাচ্ছেনা। নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। সেখানে অক্সিজেন সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখতে হচ্ছে তাঁদের।
এতে কিছু মানুষ লড়ে ফিরছেন। আবার কিছু মানুষের মর্মান্তিক পরিণতি হচ্ছে। মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তাঁরা। তাই করোনা যদিও বা হয় তাহলেও তা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছনো কখনই কাম্য নয়।
কিন্তু তাকে বেঁধে রাখার উপায় কী? করোনা টিকা তো আছেই, তাছাড়াও গবেষকরা জানাচ্ছেন করোনার দাপট রুখে দিতে পারে একটি ভিটামিন।
গবেষকদের দাবি, ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে মানুষের শরীরে থাকলে তা করোনার বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছনো রুখে দিতে পারে। রুখে দিতে উপারে করোনায় মৃত্যু।
ট্রিনিটি স্কুল অফ মেডিসিনের অধ্যাপক মনে করছেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট প্রয়োগ করে করোনার ট্রায়াল করা প্রয়োজন। তিনি এটাও বলেন যে ভিটামিন ডি-এর সাপ্লিমেন্ট খুব একটা খরচ সাপেক্ষ নয়। তাছাড়া তা সুরক্ষিতও।
প্রসঙ্গত ভারতে ভিটামিন ডি কম থাকার সমস্যা কিন্তু নতুন নয়। এই সমস্যা অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায়। আবার করোনা শুরুর পর থেকে বিভিন্ন গবেষণায় জিঙ্কের প্রয়োজনীয়তার পাশাপাশি ভিটামিন ডি-এর প্রয়োজনীয়তারও উল্লেখ ছিল।
ফলে ভিটামিন ডি যে করোনা রোখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা মেনে নিচ্ছেন অনেকেই। আগামী দিনে করোনার দাপট কম করতে ভিটামিন ডি–এর প্রয়োজনীয়তা বিভিন্ন গবেষণা থেকে আরও পরিস্কার হতে পারে বলেও মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা