চিন্তা বাড়িয়ে করোনার মতই ৩টি ভাইরাসের খোঁজ মিলল
চিন্তা বাড়ানোর মতই খোঁজ। প্রায় করোনা ভাইরাসের মত সংক্রামক ৩টি ভাইরাসের খোঁজ মিলল চিনের কাছের দেশে। যা একই রকম সংক্রামক।
বাদুড়ের দেহে মিলল করোনা ভাইরাসের প্রায় কাছাকাছি ৩টি ভাইরাস। যা নতুন করে আতঙ্ক তৈরি করার জন্য যথেষ্ট। বিজ্ঞানীরা দেখেছেন যত চেনা ভাইরাস বিশ্বে রয়েছে তার মধ্যে কোভিড-১৯ ভাইরাসের সঙ্গেই এই ৩টি ভাইরাসের মিল রয়েছে।
কোভিড-১৯-এর যে জেনেটিক কোড রয়েছে তার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে এই ভাইরাসগুলির জেনেটিক কোড। যে কারণেই তাদের করোনার কাছাকাছি ভাইরাস বলে মনে করা হচ্ছে।
ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ডেভিড রবার্টসনের মতে, এই খোঁজ পাওয়া যাওয়া একাধারে চাঞ্চল্যকর এবং আতঙ্কের।
এ থেকে আরও একটি জিনিস হয়তো ফের একবার সামনে আসছে যে কোভিডকে যে প্রথমদিকে প্রকৃতি থেকে আসা একটি ভাইরাস বলা হচ্ছিল যা বাদুড়ের দেহে থাকে সে যুক্তি আরও কিছুটা জোর পেল।
এই ভাইরাসগুলিতে এমন কিছু উপাদান রয়েছে যা মানুষকে সংক্রমিত করতে পারে। উত্তর লাওসের একটি গুহায় হাজির হয়ে সেখানে বসবাস করা ৬৪৫টি বাদুড়ের থুতু, মল ও মূত্রের নমুনা সংগ্রহ করে গবেষকদের একটি দল। তারপর তা পরীক্ষা করা হয়। যা থেকে কোভিড-১৯-এর মতই ৩ ধরনের ভাইরাস পাওয়া যায়।
করোনা ভাইরাস গবেষণাগার থেকে ছড়িয়ে থাকতে পারে বলে যে তত্ত্ব সামনে আসছে তা উড়িয়ে দেওয়া না গেলেও এই খোঁজ কিন্তু ফের সেই করোনা ছড়ানোর প্রথম সম্ভাবনাকেই জোড়াল করল।
করোনা যখন ছড়াতে শুরু করে তখন মনে করা হয়েছিল যে এটি বাদুড় থেকে ছড়িয়েছে। সেই তত্ত্বকে আরও জোড়াল করল এই আবিষ্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা