করোনায় গন্ধ উধাও হলেও তা ফিরিয়ে দেওয়ার উপায় রয়েছে, দাবি গবেষকদের
করোনা হয়েছে কিনা তা বোঝার এক সহজ উপায় গন্ধ ও স্বাদ চলে যাওয়া। সেই হারিয়ে যাওয়া গন্ধ দ্রুত ফিরিয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন একদল গবেষক।
করোনা হয়েছে কিনা জানবেন কীভাবে? পরীক্ষা করার আগেই সে বিষয়ে আন্দাজ পাওয়ার জন্য যে উপসর্গগুলির তালিকা করোনার প্রায় প্রথম অবস্থা থেকে জানা গিয়েছিল তার মধ্যে একটি ছিল গন্ধ চলে যাওয়া। কোনও কিছুর গন্ধ পাবেন না রোগী। সেক্ষেত্রে তিনি ধরে নিতে পারেন যে তাঁর করোনা হয়েছে। তারপর পরীক্ষা করলে সব পরিস্কার হয়ে যাবে।
এদিকে করোনায় হারিয়ে যাওয়া গন্ধের অনুভূতি ফিরছে খুব ধীরে। অনেকে তো এক বছরের ওপর গন্ধ পাচ্ছেন না। গন্ধের অনুভূতি এভাবে হারিয়ে গেলে স্বাভাবিক জীবনে তার প্রভাব পড়তে বাধ্য। কিন্তু সেই অনুভূতি ফিরবে কিভাবে তার উপায় এখনও অজানা।
ব্রিটেনের ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গন্ধ চলে যাওয়ার ওপর একটি ১২ সপ্তাহের ট্রায়াল করেন। করোনায় গন্ধ হারানো কয়েকজনকে বেছে নেওয়া হয়।
জার্মানিতে হওয়া একটি গবেষণায় দেখা গেছে যে গন্ধ ফেরাতে ভিটামিন-এ-র জুরি নেই। ব্রিটেনের গবেষকেরা সেই তত্ত্বকে সামনে রেখে ভিটামিন-এ নাকে স্প্রে করার সিদ্ধান্ত নেন। যে গবেষণায় তাঁরা সফল বলেই দাবি করেছেন গবেষকেরা।
তবে এটা গবেষকদের দাবি মাত্র। তা এখনও সর্বজনীনভাবে স্বীকৃতি পায়নি। এই গবেষণাকে নানা ভাবে খতিয়ে দেখার পর যদি তা ছাড়পত্র পায় তাহলে তার বিশ্বজুড়ে ব্যবহার শুরু হতে পারে।
সেক্ষেত্রে যদি গবেষকদের দাবি সত্য হয় তাহলে অনেক মানুষ যাঁরা করোনার জন্য গন্ধ হারিয়ে ফেলেছেন তাঁরা দ্রুত গন্ধ ফিরে পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা