তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিয়ে ছড়াচ্ছে করোনার নয়া ধরন
করোনা মিউটেশনের পর নতুন শক্তি নিয়ে হানা দিচ্ছে মানবদেহে। এই প্রবণতা কিছুদিন বন্ধ থাকার পর ফের নয়া এক ধরন মাথা চাড়া দিতে শুরু করেছে।
করোনার নয়া ধরন মাথা চাড়া দিতে যে শুরু করেছে তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞেরা। এওয়াই ৪.২ নামে এই ধরন ডেল্টা প্রজাতির চেয়ে ১৫ গুণ বেশি সংক্রামক বলেও জানিয়েছিলেন তাঁরা। যা মিউটেশনের ফলে তৈরি হয়ে এবার হানা দিতে শুরু করছে মানবদেহে।
আর তা যদি ক্রমশ এভাবে থাবা বসাতে থাকে তাহলে করোনার তৃতীয় ঢেউ চলে এলেও আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশের অন্যতম করোনা বিধ্বস্ত রাজ্য কর্ণাটকে করোনার এই নয়া ধরন এওয়াই ৪.২-তে সংক্রমণের খবর মিলেছে। সংক্রমিত ৭ জনের দেহে এই নয়া ধরন পাওয়া গিয়েছে।
বিশেষজ্ঞেরা মনে করছেন এই ধরন যদি এবার ছড়াতে শুরু করে তাহলে কর্ণাটকে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে সময় লাগবে না। ইতিমধ্যেই এই নয়া ধরন এওয়াই ৪.২ চিন, রাশিয়া ও ব্রিটেনে তার প্রবল দাপট দেখিয়েছে। সেখানে নতুন করে বাড়ছে সংক্রমণ।
চিন তো নয়া করোনাবিধি চালু করেছে। বন্ধ হয়েছে বেশ কিছু বিমান। বন্ধ হয়েছে স্কুল। রাশিয়া ও ব্রিটেনেও বেড়েই চলেছে সংক্রমণ। এই অবস্থায় ভারতে এই নয়া ধরনের হদিশ মেলা অবশ্যই অশনি সংকেত।
ভারতে এখন করোনাবিধি অনেকটাই শিথিল হয়েছে। মানুষ রাস্তায় বার হচ্ছেন। কাজে যাচ্ছেন। ক্রমশ স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
এই অবস্থায় যাতে ফের করোনার কোনও ধরন মানুষকে গৃহবন্দি করে ফেলতে না পারে সেজন্য সব রাজ্যই নড়েচড়ে বসেছে। করোনার নয়া ধরন থেকে বাঁচতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা