২টি ডোজ নেওয়া ব্যক্তির পরিবার কি আদৌ সুরক্ষিত, জানাল গবেষণা
কেউ যদি করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ সম্পূর্ণ করেও থাকেন তাহলেও তাঁর পরিবারের লোকজন সুরক্ষিত নন। এমনই দাবি করল একটি গবেষণা।
করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ যাঁরা নিয়ে ফেলেছেন তাঁরা অনেকেই অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন। অনেকে মনে করছেন তাঁদের আর করোনা হওয়ার সম্ভাবনা নেই। অনেকে মুখে মাস্ক না দিয়েই রাস্তাঘাটে ঘুরছেন। যথেষ্ট মেলামেশা করছেন। দূরত্ববিধির ধারও ধারছেন না।
বিজ্ঞানীরা আগেই কিন্তু সতর্ক করে জানিয়ে রেখেছেন ২টি ডোজ নেওয়া থাকা মানেই যে করোনা হবে না এমনটা নয়। হতেই পারে করোনা। তবে ২টি ডোজ নেওয়া থাকলে তার বাড়বাড়ন্তের সম্ভাবনা কম থাকে।
প্রসঙ্গত এখন যাঁরা সংক্রমিত হচ্ছেন তাঁদের অনেকেরই ২টি ডোজ সম্পূর্ণ করা আছে বা নিদেনপক্ষে ১টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। সাম্প্রতিক একটি গবেষণা বলছে যাঁরা সাবধানী তাঁদের ক্ষেত্রে পরিবারের লোক কিন্তু সুরক্ষিত এমনটা নন।
২টি ডোজ নেওয়া আছে, রাস্তায় মুখে মাস্ক পরেই বার হন এমন মানুষ বাড়িতে মাস্ক ছাড়াই থাকেন। তাঁরাও কিন্তু সংক্রমিত হতে পারেন। আর পরিবারের বাকিদের সংক্রমিত করতে পারেন। এমন সম্ভাবনার কথা জানাল গবেষণা।
ফলে ২টি ডোজ নেওয়া পরিবারের সদস্যের থেকে করোনা ছড়াবে না এমন ভাবনা ভুল বলে জানাচ্ছে গবেষণা। এমনকি ২টি ডোজ নেওয়া থাকলে অনেক সময় উপসর্গও সামান্য হচ্ছে। ফলে মানুষ সকলের সঙ্গে মিশছেন। তাতে রোগ আরও ছড়াচ্ছে।
পরিবারের সদস্যদের ক্ষেত্রে সে সম্ভাবনা সবচেয়ে বেশি। পরিবারে টিকাকরণ হয়নি এমন সদস্যদের এক্ষেত্রে সংক্রমিত হওয়ার সম্ভাবনা ৩৮ শতাংশ বলে গবেষকেরা জানিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা