কুকুর বিড়ালদেরও ছাড়ছে না করোনার মারণ প্রকার
মানুষের সঙ্গেই ওদের জীবনের একটা বড় অংশ কেটে যায়। তাদেরও ছাড়ছে না করোনা। এবার করোনার একটি মারণ প্রকার দাপট দেখাচ্ছে বিড়াল ও কুকুরদের ওপর।
মানুষের আশপাশেই ওদের ঘোরাঘুরি। কেউ ওদের পোষেন, কেউ পোষেন না। ভারতে কুকুর পোষার প্রবণতা যত বেশি, বিড়াল পোষার প্রবণতা অতটা বেশি নয়। তবে অনেকেই পোষেন। এছাড়াও লোকালয়ে বিড়াল আকছার দেখতে পাওয়া যায়।
রাস্তায় যেসব কুকুর জীবন কাটিয়ে দেয় তারাও পাড়ায় পাড়ায় অতি চেনা সঙ্গী। মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এসব প্রাণি। এবার এদের মধ্যেও করোনার থাবা দেখতে পাওয়া যাচ্ছে। কুকুর ও বিড়ালদের মধ্যে দেখা যাচ্ছে করোনার আলফা প্রকার।
ব্রিটেনের বিজ্ঞানীরা কুকুর ও বিড়ালের মধ্যে আলফা প্রকার দেখতে পেয়েছেন। আরটি-পিসিআর পরীক্ষায় ১টি কুকুর ও ২টি বিড়ালের দেহে করোনার আলফা প্রকার দেখা গেছে। অন্য ২টি বিড়াল ও ১টি কুকুরের দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে।
এমনও দেখা যাচ্ছে যে যাঁরা এদের পুষেছেন তাঁদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিতে শুরু করেছে। এতদিন পশুদের মধ্যে করোনা সংক্রমিত হচ্ছিল প্রধানত মানুষের থেকে। এখন উল্টো হয়ে মনিবদের করোনা সংক্রমিত করা শুরু করল পোষ্য কুকুর বা বিড়াল।
এর আগেই সিংহ সহ বেশকিছু পশুর মধ্যে করোনা পাওয়া গিয়েছে। এমনকি করোনায় মৃত্যুও হয়েছে পশুদের। কিন্তু গৃহপালিত পশুদের মধ্যে সেভাবে করোনা দেখতে পাওয়া যাচ্ছিল না। এবার সেটাও শুরু হল।
সেইসঙ্গে সংক্রমিত কুকুর বিড়ালদের সঙ্গে থাকা অন্য কুকুর বিড়ালদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা