ভারতীয়দের এখনই বুস্টার ডোজ দরকার আছে কিনা জানালেন এইমস প্রধান
আমেরিকা সহ বিভিন্ন দেশে এখন করোনা প্রতিষেধক টিকার বুস্টার ডোজে জোর দিয়েছে সরকার। ভারতীয়দেরও কি বুস্টার ডোজ এখনই দরকার। সে প্রশ্নের উত্তর দিলেন এইমস প্রধান।
করোনা টিকার ২টি ডোজের পর এবার বিভিন্ন দেশে বুস্টার ডোজ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমেরিকা সহ বিভিন্ন দেশ বুস্টার ডোজে জোর দিয়েছে। ভারতেও বহু মানুষের ২টি ডোজ সম্পূর্ণ হয়েছে। তাঁদের কি তাহলে এবার বুস্টার ডোজ দেওয়া হবে?
সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে জল্পনার শেষ নেই। কতদিন পর বুস্টার ডোজ নিতে হবে তা নিয়েও বিস্তর আলোচনা চলছে। কিন্তু টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ কি সত্যিই ভারতীয়দের দেওয়ার দরকার আছে?
যদি দরকার থাকেও তাহলেও কি তা এখনই দিতে হবে? এ সব প্রশ্নের উত্তর দিলেন দিল্লি এইমসের ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া।
গুলেরিয়া জানিয়েছেন, ভারতে এখন সংক্রমণের বাড়বাড়ন্ত নেই। তার অর্থ করোনা প্রতিষেধক টিকা ভারতীয়দের শরীরে ভালই সক্রিয় রয়েছে। করোনা রুখতে তা কাজে আসছে।
সেক্ষেত্রে এখনই ভারতীয়দের বুস্টার ডোজের প্রয়োজন নেই বলেই অভিমত দিয়েছেন গুলেরিয়া। তাঁর মতে, এখনই ভারতীয়দের তৃতীয় ডোজ দেওয়ার কোনও দরকার নেই।
গুলেরিয়া আরও বলেন, ভারতে প্রথম বা দ্বিতীয় করোনার ঢেউ যে পরিস্থিতির সৃষ্টি করেছিল তেমন ধরনের তৃতীয় ঢেউ আসবে বলে তাঁর মনে হচ্ছেনা। ভারতে সংক্রমণ হচ্ছে ঠিকই, তবে তা বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছেনা।
প্রসঙ্গত গত কয়েকদিনে দেশে যে দৈনিক সংক্রমণ রেকর্ড হয়েছে তা গত দেড় বছরে সবচেয়ে কম। যা অবশ্যই আশার আলো দেখাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা