Health

ডিসেম্বরেই ভারতে আসছে ১ ডোজের টিকা

ডিসেম্বরেই ভারতে আসতে চলেছে একটি ১ ডোজের টিকা। একথা জানিয়েছে উৎপাদক সংস্থা। ভারতে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল করছে ভারতেরই একটি সংস্থা।

ভারতে আসতে চলেছে আরও ১টি টিকা। এটির বিশেষত্ব এটি ১টি ডোজের টিকা। অর্থাৎ একবার এই টিকা নিলেই ডোজ সম্পূর্ণ। ঝঞ্ঝাট কম।

রাশিয়ার এই টিকা স্পুটনিক লাইট নামে পরিচিত। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর সিইও কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, ভারতে এই টিকাপ্রদান তাঁরা ডিসেম্বরেই শুরু করতে চান।


গত সেপ্টেম্বর মাসেই এই টিকার ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল পর্ব পরিচালনার অনুমোদন ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি-কে দেয় ডিসিজিআই।

রাশিয়ার অন্য টিকা স্পুটনিক ভি আগেই ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র পেয়েছে। এই স্পুটনিক ভি-এর উপাদানই রয়েছে স্পুটনিক লাইট টিকায়।


প্রসঙ্গত স্পুটনিক ভি টিকার দ্বিতীয় ডোজের ৬ থেকে ৮ মাস পরেও তা ৮০ শতাংশ কার্যকরী বলে জানিয়েছে সান মারিনোর স্বাস্থ্য দফতর। ভারতে জাইডাস ক্যাডিলার টিকাও আসতে চলেছে। যা আবার ৩ ডোজের।

তবে ভারতের সংস্থা হওয়ায় জাইডাস ক্যাডিলা নিয়ে ভারতবাসী বেশি উৎসাহী। ভারতে এখনও বহু মানুষের টিকাকরণ বাকি রয়েছে। এছাড়া ভারতে ক্রমশ আলোচনার কেন্দ্রে পৌঁছচ্ছে করোনার বুস্টার ডোজ।

সব মিলিয়ে এখনও ভারতে প্রচুর টিকার প্রয়োজন রয়েছে। তাই যত টিকা ভারতে আসে ততই তা দেশবাসীর জন্য ভাল। তাতে টিকাকরণ গতি পাবে। সরকারেও সুবিধা হবে। এতে দেশ করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদারভাবে লড়তে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button