ছড়াচ্ছে করোনা স্ট্রেন ওমিক্রন, থাবা বসাল ১৬টি দেশে
এতদিন ৩টি দেশের কথাই সামনে আসছিল। এবার তা ছাপিয়ে ১৬টি দেশে ছড়াল ওমিক্রন সংক্রমণ। যা নতুন করে বিশ্বে করোনার বাড়বাড়ন্তের আশঙ্কা তৈরি করেছে।
করোনা সংক্রমণে ডেল্টার পরেও যে ভয়ংকর কিছু আসতে পারে তা বোঝা যায়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন নামে করোনা প্রকারের খোঁজ সব বদলে দিয়েছে। গোটা বিশ্ব নতুন করে আতঙ্কে রয়েছে করোনার বাড়বাড়ন্তের।
দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা ও হংকং-এ ওমিক্রন সংক্রমিতের খোঁজ মেলার পর সেখান থেকে বহু দেশেই বিমান চলাচল স্থগিত করা হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল কি? বাস্তব কিন্তু অন্য কথা বলছে।
দেখা যাচ্ছে এখন বিশ্বের মোট ১৬টি দেশে ওমিক্রনে সংক্রমিতের খোঁজ পাওয়া গেছে। যার মধ্যে প্রথম ৩টি দেশ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, জার্মানি, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ব্রিটেন ও ইজরায়েল।
এখনও ইউরোপের অধিকাংশ দেশে পাওয়া গেলেও এশিয়ায় যে অদূর ভবিষ্যতে ওমিক্রন সংক্রমিত পাওয়া যাবে না এমন কথা কেউ হলফ করে বলতে পারেনা।
১৬টি দেশে ওমিক্রন সংক্রমিতের খোঁজ পাওয়ার পর এখন অনেকেই মনে করছেন যে এসব দেশে নতুন করে করোনা নিয়ন্ত্রণে কড়াকড়ি চালু হতে পারে। দেশে সম্পূর্ণ লকডাউন বা আংশিক প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। যা স্বাভাবিক জনজীবনকে প্রভাবিত করবে।
বিশ্ব যখন করোনাকে সঙ্গী করেই ছন্দে ফেরার চেষ্টা করছিল, ঠিক তখনই ওমিক্রন সব হিসাব বদলে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ওমিক্রন নিয়ে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা