কোন গ্রুপের রক্ত থাকলে করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি
মানুষের শরীরে যে রক্ত থাকে তার বিভিন্ন গ্রুপ রয়েছে। শরীরে কোন গ্রুপের রক্ত থাকলে একজনের করোনা সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি তা জানালেন গবেষকেরা।
মানুষের শরীরে প্রধানত ৪টি গ্রুপের রক্ত থাকে। এগুলি হল এ, বি, এবি এবং ও। এই ৪টি গ্রুপের রক্তের আবার আরএইচ প্লাস ও আরএইচ মাইনাস হয়। যাকে সহজ কথায় প্লাস বা মাইনাস বলে চিহ্নিত করা হয়।
ফলে দাঁড়াল সাকুল্যে ৮টি গ্রুপের রক্ত থাকে মানুষের শরীরে। এরমধ্যে কোন কোন গ্রুপের রক্ত শরীরে বইলে সেই ব্যক্তির করোনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই বিষয়টি এবার পরিস্কার করল একটি গবেষণা।
দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে হওয়া এই গবেষণা থেকে যে তথ্য সামনে এসেছে তাতে দেখা গেছে এ এবং বি গ্রুপের মানুষজনের করোনা সম্ভাবনা অনেক বেশি। তুলনায় করোনা সম্ভাবনা কম এবি এবং ও গ্রুপের রক্ত থাকা মানুষজনের।
আবার এক্ষেত্রে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে ঝুঁকির বেশি কম রয়েছে। যেমন বি গ্রুপের রক্ত থাকা পুরুষদের চেয়ে বি গ্রুপের রক্ত থাকা মহিলাদের করোনা সম্ভাবনা কম।
আবার যাঁদের বয়স ৬০ বছরের নিচে এবং তাঁদের দেহে যদি এবি গ্রুপের রক্ত থাকে তাহলে তাঁরা অনেক বেশি করোনা সম্ভাবনায় রয়েছেন।
করোনা হওয়ার সম্ভাবনা রক্তের গ্রুপের ওপর কিছুটা নির্ভরশীল হলেও গবেষকরা এটা পরিস্কার করে দিয়েছেন যে রক্তের গ্রুপের সঙ্গে করোনা সংক্রমিত কারও কতটা বাড়াবাড়ি হবে তা সম্পর্কযুক্ত নয়। এমনকি করোনায় তাঁর মৃত্যু হবে কিনা তাও রক্তের গ্রুপের ওপর নির্ভর করেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা