করোনা সরাসরি প্রভাব ফেলতে পারে শরীরের একটি বিশেষ অঙ্গে
করোনা হলে তা বেশ কিছুদিন ভুগিয়ে অনেককে রেহাই দিচ্ছে। কিন্তু অন্য প্রভাব ফেলে যাচ্ছে দেহে। অনেকের শরীরের একটি অঙ্গে ভয়ংকর প্রভাব ফেলছে করোনা।
করোনা হলে তা সেরেও যাচ্ছে অধিকাংশ মানুষের। কিন্তু তার প্রভাবে শরীরে নানা ক্ষতি হয়ে যাচ্ছে। অনেকের ধারনা করোনা সরাসরি ফুসফুসের ক্ষতি করে। কিন্তু শুধু ফুসফুসের নয়, করোনা অন্য অঙ্গেরও ক্ষতি করছে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি গবেষণায় দেখা গেছে করোনা সরাসরি ক্ষতি করছে কিডনির। করোনা সংক্রমণের শিকার ২৫ শতাংশ মানুষেরই কিডনির বড় ক্ষতি করে দিয়ে যাচ্ছে করোনা।
গবেষকেরা জানাচ্ছেন, কিডনির কোষের ওপর করোনার জেরে সরাসরি কুপ্রভাব পড়ছে। তাঁরা জানাচ্ছেন, করোনা হলে শরীর তাকে রোখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার প্রয়োগ করে। করোনার সঙ্গে লড়তে শরীরে সাইটোকিন নির্গত হতে থাকে। বলা ভাল লড়াই জারি রাখতে শরীর সাইটোকিনের ঝড় শুরু করে দেয়।
আচমকা শরীরে সাইটোকিন প্রচুর পরিমাণে নির্গত হতে থাকায় তা সরাসরি কোষ ও শরীরের বিভিন্ন অঙ্গে প্রভাব ফেলতে শুরু করে। এর জেরে কিডনির কোষগুলির ওপর আচমকা আক্রমণ শুরু হয়। যা বড় ধরনের ক্ষতি করে কিডনির।
গবেষকেরা জানাচ্ছেন, করোনার জেরে ফুসফুস বা হৃদযন্ত্রের যেমন ক্ষতি হচ্ছে এবং চিকিৎসকেরা সেদিকে নজর রাখছেন, ঠিক তেমনই কিডনিরও ক্ষতি হতে পারে। তাই সেদিকেও নজর রাখতে হবে।
কিডনি কতটা কম কাজ করছে তা পর্যবেক্ষণের দরকার রয়েছে। তাই করোনা হওয়া রোগীদের সেরে ওঠার পর ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিডনি পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে পরামর্শ দিয়েছেন তাঁরা। কারণ এঁদের অনেকের কিডনির সমস্যা এক দীর্ঘকালীন সমস্যা হয়ে উঠতে সময় নেবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা