শেষরক্ষা হল না, ভারতেও ওমিক্রনের থাবা, সংক্রমিত ২
এক এক করে ওমিক্রন সংক্রমিত পাওয়া যাওয়া দেশের সংখ্যা বাড়ছিল। তবে ভারত সে তালিকায় এতদিন ছিলনা। এবার ভারতও ঢুকে পড়ল ওমিক্রন আক্রান্ত দেশের তালিকায়।
নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে বিশ্বে করোনার নয়া প্রকার ওমিক্রনে সংক্রমিত চিহ্নিত হতে থাকেন। সেই তালিকায় এক এক করে দেশ যুক্ত হচ্ছিল ঠিকই, তবে ভারত সেই তালিকায় ছিলনা।
বৃহস্পতিবার ভারতে ওমিক্রন সংক্রমিতের খোঁজ পাওয়ার কথা জানায় স্বাস্থ্যমন্ত্রক। যে ২ জনের দেহে ওমিক্রন পাওয়া গিয়েছে তাঁদের বয়স ৬৬ এবং ৪৬। এঁরা ২ জনই বিদেশি নাগরিক। যাঁরা ভারতে এসেছিলেন।
এঁদের আলাদা করে রাখা হয়েছে। তবে তাঁদের উপসর্গ অত্যন্ত হাল্কা। তেমন কোনও আতঙ্কের শারীরিক অবস্থা নয়। এঁদের সংস্পর্শ আসা মানুষদের চিহ্নিত করে তাঁদেরও পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। তাঁদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
যে ২ জনের দেহে ওমিক্রনের সন্ধান মিলেছে তাঁদের পরিচয় সামনে আনেনি মন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল দেশের সকলকে সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি আতঙ্কিত হতে মানা করেছেন। ওমিক্রন সংক্রামক হলেও তা মানুষের মৃত্যু ঘটাতে পারে এমন কোনও নজির এখনও নেই।
ভারতে ওমিক্রন পাওয়ার পর কি তাহলে নতুন করে কোনও কড়া বিধিনিষেধ আরোপ হতে চলেছে? স্বাস্থ্যমন্ত্রক তেমন কোনও ইঙ্গিত দেয়নি।
তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক করার যে ঘোষণা আগে করা হয়েছিল তা থেকে পিছিয়ে এসেছে সরকার। জানিয়ে দিয়েছে কবে থেকে তা চালু হবে তা পরে জানানো হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা