ওমিক্রনের হাত ধরেই কি আসবে করোনার তৃতীয় ঢেউ, কি জানাল স্বাস্থ্যমন্ত্রক
ওমিক্রন ভারতে ঢুকে পড়ার পর এবার কিন্তু তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে। সেক্ষেত্রে ভারতে করোনার তৃতীয় ঢেউ কি ওমিক্রনই নিয়ে আসবে? কি বলছে স্বাস্থ্যমন্ত্রক।
ওমিক্রন নামটা এখন বিশ্ব ত্রাসে রূপান্তরিত হয়েছে। বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আগামী ৩ মাসের মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে করোনার এই নয়া অতিসংক্রামক স্ট্রেন।
ভারতে তার প্রভাব কেমন হতে পারে তা নিয়ে চিন্তিত দেশবাসী। স্বাস্থ্যমন্ত্রক এদিন অবশ্য কিছুটা আশ্বস্ত করে এটা জানিয়েছে যে ওমিক্রন ভারতে ভয়ংকর চেহারা নেওয়ার সম্ভাবনা কম। তবে তার জন্য শর্ত রয়েছে।
যাঁরা এখনও করোনা প্রতিষেধক টিকা গ্রহণ করেননি তাঁদের টিকা গ্রহণ করতে হবে অবিলম্বে। টিকাকরণই করোনার বাড়বাড়ন্ত রোখার উপায় বলে জানিয়েছে মন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার জানিয়েছে, ভারতে টিকাকরণ হচ্ছে। সেইসঙ্গে ডেল্টা স্ট্রেনের বাড়বাড়ন্তে ভারতীয়দের অনেকের দেহে একটা স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। ফলে ওমিক্রন বাড়াবাড়ি পর্যায়ে শারীরিক পরিস্থিতিকে পৌঁছে হয়তো দিতে পারবেনা।
তবে তাকে রুখতে যাবতীয় করোনা বিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে টিকা গ্রহণ করতেই হবে। যাঁরা টিকা গ্রহণের যোগ্য কিন্তু এখনও গ্রহণ করেননি, তাঁদের যত দ্রুত সম্ভব টিকা নিতে আহ্বান জানিয়েছে মন্ত্রক।
ভারতে ওমিক্রন প্রবেশ করার পর তা আগামী কয়েক সপ্তাহে আরও বাড়বে বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। সেখানে ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মানুষকে সচেতন থাকা, করোনাবিধি মেনে চলা এবং অবশ্যই টিকাকরণের পরামর্শ এদিন বারবার দিয়েছে মন্ত্রক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা