দেহে থাকা অ্যান্টিবডি কি ওমিক্রন বা ডেল্টা রুখতে সক্ষম, জানিয়ে দেবে বিশেষ পরীক্ষা
কারও দেহে থাকা অ্যান্টিবডি কি ওমিক্রন, ডেল্টার মত করোনার বিভিন্ন প্রজাতিকে রুখতে সক্ষম? সে প্রশ্নের উত্তর এবার দেবে একটি বিশেষ পরীক্ষা।
বিশ্বে এখন ভিতরে ভিতরে অনেকের করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে। টিকা নেওয়ার পর তো অবশ্যই অনেকের দেহে এখন রয়েছে করোনা প্রতিরোধকারী অ্যান্টিবডি। কিন্তু সেই প্রতিরোধ ক্ষমতা কি সত্যিই করোনার ওমিক্রন বা ডেল্টার মত ভয়ংকর স্ট্রেন রুখে দিতে পারে?
অনেকেরই এই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনেকের মনে হচ্ছে তাঁর প্রতিরোধ ক্ষমতা কি ওমিক্রন বা ডেল্টাকে রুখতে পারবে? কিন্তু তার উত্তর অজানা।
আবার অনেক চিকিৎসকও বুঝতে পারছেন না তাঁর কাছে আসা রোগীর দেহের অ্যান্টিবডি কতটা শক্তিশালী? যা জানা গেলে রোগীকে কোন সিন্থেটিক মোনোক্লোনাল অ্যান্টিবডি দিতে হবে তা পরিস্কার হয়ে যেত তাঁর কাছে।
তাতে চিকিৎসা করা অনেক সহজ হত। চিকিৎসক বুঝে চিকিৎসা করতে পারলে তাতে রোগীকে দ্রুত সুস্থ করে তোলার রাস্তাও প্রশস্ত হত।
রোগীর অ্যান্টিবডি পরিস্থিতি জানা জরুরি হলেও তা এতদিন অধরা ছিল। এবার কিন্তু ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক পরীক্ষা আবিষ্কার করেছেন যা করালে চিকিৎসকেরা জেনে যাবেন তাঁর রোগী করোনার নয়া প্রকারগুলির সঙ্গে যুঝতে কতটা তৈরি। তাতে তাঁর চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা হবে।
এই পরীক্ষা কীভাবে হবে সে সম্বন্ধে বিস্তারিত একটি বিবরণী প্রকাশ করেছেন গবেষকরা। আগামী দিনে এই আবিষ্কার হয়তো করোনা চিকিৎসায় নয়া দিশা দেখাতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা