Health

ফের নয়া রূপে হানা, এবার নাম ডেল্টাক্রন

ফের নয়া রূপে হাজির হল সংক্রমণ। ওমিক্রন মিউটেশন থেকেই নয়া রূপের জন্ম হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ডেল্টাক্রন। ইতিমধ্যেই সংক্রমণ শুরু করেছে এই নয়া ধরন।

বারবার তার রূপ বদল করছে করোনা। মিউটেশনের পর নয়া রূপে হাজির হচ্ছে। নতুন করে সংক্রমণ ও তার নয়া উপসর্গ নিয়ে হানা দিচ্ছে মানবজীবনে।

এখন বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনারই একটি ধরন ওমিক্রন। এই ওমিক্রন দাপটের মধ্যেই এবার হাজির হল আর এক নয়া প্রকার ডেল্টাক্রন। যা ওমিক্রনের দশম মিউটেশনে তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।


ইতিমধ্যেই হানা দিয়ে সংক্রমণ শুরু করেছে এই ডেল্টাক্রন। যার দিকে কঠোর নজর রাখছেন বিশেষজ্ঞেরা। এটি ওমিক্রনের মতই ফের কোনও নয়া আতঙ্ক নিয়ে হাজির হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তা সংক্রমণ শুরু করায় চিন্তা থেকেই যাচ্ছে।

সাইপ্রাসে প্রথম এই নয়া ধরনের খোঁজ মিলেছে। সাইপ্রাসের ২৫ জন বাসিন্দা এই ডেল্টাক্রনে সংক্রমিত। এই ২৫ জনের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।


যদিও সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রক বলছে এখনই ভয় পাওয়ার মত অবস্থা নয়। এটি কতটা মারাত্মক তা পরিস্কার নয়। তবে তাদের ধারনা ডেল্টাক্রনকে সাইপ্রাসের মধ্যেই বেঁধে ফেলা যাবে। অন্যত্র ছড়াতে দেওয়া থেকে আটকে দেওয়া যাবে।

প্রসঙ্গত কয়েকদিন আগেই কিন্তু ফ্রান্সও করোনার একটি ধরন পেয়েছে। আইএইচইউ নামে ওই করোনা প্রকারও চিন্তার ভাঁজ পুরু করেছে।

তবে তা কতটা ভয়ংকর হবে তা এখনও পরিস্কার নয়। কারণ ১২ জন সংক্রমিতকে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করে আইএইচইউ-র ধরনধারণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে রাজি নন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button