স্বাস্থ্যকর্মীদের কাছে এবার টিকা নিয়ে বিশেষ আবেদন কোভ্যাক্সিন নির্মাতাদের
ভারতে ১৮ বছরের উপরে যাঁদের বয়স তাঁদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন প্রদান করা হয়েছে। কিন্তু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে বিশেষ আবেদন জানাল ভারত বায়োটেক।
ভারতে টিকাকরণ শুরু হওয়ার পর ২টি টিকা মান্যতা পায়। যা প্রদান করা হতে থাকে। এরমধ্যে একটি অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। অন্যটি ভারতের হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।
১৮ বছরের ওপরে যাঁদের বয়স তাঁদের গত এক বছরে ২টি টিকার যে কোনও একটি প্রদান করা হয়েছে। শহরাঞ্চল কেন গ্রামাঞ্চলেও কোভিশিল্ডই বেশি ব্যবহৃত হয়েছে।
এরপর ১৫ থেকে ১৮ বছর বয়সীদের শুরু হয় টিকা প্রদান। সেখানে কিন্তু একচেটিয়া কোভ্যাক্সিনের প্রাধান্য। তাও কিছু রিপোর্টের ভিত্তিতে এবার টিকাপ্রদানকারী স্বাস্থ্যকর্মীদের কাছে বিশেষ অনুরোধ জানাল ভারত বায়োটেক।
ভারত বায়োটেকের তরফে স্বাস্থ্যকর্মীদের কাছে আবেদন জানানো হয়েছে, তাঁরা যেন ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কেবলমাত্র কোভ্যাক্সিনই প্রদান করেন। অন্য কোনও টিকা নয়। কারণ যাবতীয় পরীক্ষায় তারাই কেবল উত্তীর্ণ হয়েছে। তাদের কাছেই রয়েছে ২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার ছাড়পত্র।
সংস্থার দাবি, তারা এমন বেশ কিছু রিপোর্ট পেয়েছে যে কোথাও কোথাও কোভ্যাক্সিন ছাড়া অন্য টিকা প্রদান করা হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের। এটা যেন আগামী দিনে স্বাস্থ্যকর্মীরা দেখে নেন যে তাঁরা কেবলমাত্র কোভ্যাক্সিনই প্রদান করছেন। অন্য কোনও টিকা নয়।
গত ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভারত জুড়ে টিকাকরণ শুরু হয়েছে। এখনও প্রায় ৪ কোটি কিশোর কিশোরীকে এই টিকার প্রথম ডোজ প্রদান করা হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা