দেশে কবে চুড়ো ছোঁবে ওমিক্রন, কবেই বা সম্পূর্ণ নামবে, জানিয়ে দিলেন বিশেষজ্ঞেরা
দেশজুড়ে ক্রমশ ওমিক্রন সংক্রমণ বাড়ছে। এভাবে তা বাড়তে বাড়তে কবে চুড়ো ছুঁয়ে ফেলবে, কবে থেকেই বা নামবে সংক্রমণ, ধারনা দিলেন বিশেষজ্ঞেরা।
মুম্বই শহরে ওমিক্রন চুড়ো ছুঁয়ে এবার নামতে শুরু করেছে। বাকি মহারাষ্ট্রে কিন্তু এখনও চুড়ো ছোঁয়নি ওমিক্রন। তা চুড়ো ছোঁবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
ভারতের অধিকাংশ জায়গায় ওমিক্রন তার চুড়ো ছোঁবে ১ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। তারপর তা নামতে শুরু করবে দেশজুড়েই। ওমিক্রনের গতিবিধি একদম সাউথ আফ্রিকার মত কাজ করছে।
যত দ্রুত তা চুড়ো ছুঁয়ে ফেলছে, ততই দ্রুত তা নামছে। মুম্বই ও দিল্লি শহরে ওমিক্রনের গতিবিধির সঙ্গে দক্ষিণ আফ্রিকা মডেল একদম মিলে যাচ্ছে। ফলে সেই রাস্তায় সারা দেশেই হাঁটবে ওমিক্রন।
তাহলে তা কবে থেকে নামতে শুরু করবে? এই প্রশ্ন এখন সকলের। বিশেষজ্ঞেরা মনে করছেন ১৫ ফেব্রুয়ারির পর থেকেই ওমিক্রন সংক্রমণ দেশজুড়ে নামতে শুরু করবে। তারপর বেশ দ্রুতই তা নামতে থাকবে। অর্থাৎ ওমিক্রন সংক্রমণ বিদায় নিতে থাকবে।
মার্চ জুড়ে এই বিদায় পর্ব চলবে। তারপর এপ্রিলের পর থেকে ওমিক্রন আর থাকবে না। ভারত অনেকটা সাবলীল সহজ পরিস্থিতি ফিরে পাবে।
ওমিক্রন সংক্রমণ যে দ্রুত বেড়ে দ্রুত নামবে তা আগেই জানা গিয়েছে। তবে এটা এখনও পরিস্কার নয় যে ওমিক্রনেই কি শেষ হবে করোনা দানব, নাকি ফের অন্য রূপে সে হানা দেবে বিশ্বের বিভিন্ন কোণায়? এ আশঙ্কা নিয়েই কিন্তু ওমিক্রন মুক্তির দিন গুনছেন ভারতবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা