রেড ওয়াইনে কমবে করোনার সম্ভাবনা, বিয়ারে বাড়বে
রেড ওয়াইন অনেকে পান করে থাকেন। যদিও তা সোমরস জগতেই পড়ে। বিয়ারও তাই। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে রেড ওয়াইন রক্ষা করছে, বিয়ারে সে সম্ভাবনা নেই।
যাঁরা সোমরস বা সহজ করে বললে মদ্যপান করে থাকেন তাঁদের শরীরে এক এক ধরনের মদের প্রভাব এক এক রকম হয়। একটি গবেষণা বলছে রেড ওয়াইন করোনা সংক্রমণ রুখতে দারুণ উপকারি হয়ে উঠতে পারে।
রেড ওয়াইন পান করলে একজন মানুষের করোনা সম্ভাবনা ১৭ শতাংশ কম হয়। গবেষকেরা বলছেন রেড ওয়াইনে পলিফেনল নামে একটি উপাদান থাকে। যা করোনা রুখতে কাজ করে।
আদপে এই পলিফেনল ফ্লু জাতীয় রোগ রুখতেই উপকারি ভূমিকা নেয়। গবেষকেরা বলছেন যাঁরা সপ্তাহে ৫ গ্লাসের বেশি রেড ওয়াইন পান করেন তাঁদের মধ্যে করোনা সম্ভাবনা কমে ১৭ শতাংশ।
কিন্তু রেড ওয়াইন ছাড়াও তো ওয়াইন হয়। যাকে হোয়াইট ওয়াইন বলা হয়। এই সাদা ওয়াইনও কিন্তু করোনা রুখতে পারে। তবে রেড ওয়াইনের মত অতটা নয়। গবেষকেরা জানাচ্ছেন সপ্তাহে যাঁরা ১ থেকে ৪ গ্লাস হোয়াইট ওয়াইন পান করেন তাঁদের করোনা হওয়ার সম্ভাবনা ৮ শতাংশের মত কমে।
তবে কি সোমরসে করোনা তাড়ানোর উপাদান রয়েছে? গবেষকেরা কিন্তু সাফ জানিয়েছেন ওয়াইনের উপকারিতা যেমন পেয়েছেন তাঁরা, তেমনই বিয়ারের ক্ষেত্রে ঠিক উল্টো হচ্ছে এমন তথ্য পেয়েছেন তাঁরা।
বিয়ার পান করলে বা যাঁরা সিডার পান করতে অভ্যস্ত তাঁদের করোনা সম্ভাবনা ২৮ শতাংশ বাড়ে। সে বিয়ার বা সিডার যত কম বা বেশিই তিনি পান করুন না কেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা