মিলছে না রেহাই, ভারতে চোখ রাঙাচ্ছে ওমিক্রনের নতুন ধরন
ভারতে ওমিক্রন সংক্রমণের হার ফেব্রুয়ারির পর কমে যাওয়ার কথা। কিন্তু সেটুকু স্বস্তিও কি শিকেয় ছিঁড়বে? কেন্দ্রের নয়া পর্যবেক্ষণে কিন্তু একটা আশঙ্কার মেঘ থেকেই যাচ্ছে।
ভারতে এখন করোনার তৃতীয় ঢেউ বহমান। কোথাও কোথাও সংক্রমণ কমতে শুরু করলেও সার্বিক চিত্র মোটেও স্বস্তির নয়। তবে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন করোনার তৃতীয় ঢেউ ফেব্রুয়ারির শেষ থেকে নামতে শুরু করবে।
মার্চের শেষে তা অনেকটাই নেমে এপ্রিল থেকে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া পর্যবেক্ষণ।
ভারতে কিন্তু ওমিক্রনের বিএ১ ধরনটি প্রথমে পাওয়া যায়। তা দাপিয়ে বেড়াচ্ছে এখন। এরমধ্যেই ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল পর্যবেক্ষণে জানতে পেরেছে ওমিক্রন তার অন্য রূপও ধারণ করেছে।
ধরন বদলে এখন ওমিক্রনের বিএ২ ধরনও সামনে এসেছে। এই ধরনটি ভারতে হুহু করে বাড়ছে। ভারতে বহু সংক্রমিতের দেহে এখনও ওমিক্রন বিএ২ পাওয়া যেতে শুরু করেছে। যদিও ওমিক্রনের আরও একটি ধরন বিএ৩ এখনও ভারতে হানা দেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
ভারতে ডিসেম্বর মাসেও যত করোনা রোগী পাওয়া যাচ্ছিল তার মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছিল ডেল্টা ধরনের চেয়ে অনেক কম। কিন্তু জানুয়ারিতে চিত্রটা একদম বদলে গেছে।
এই মাসে এখনও দেখা গেছে ডেল্টা সংক্রমণকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে ওমিক্রন সংক্রমণ। যা এখন বেড়েই চলেছে।
ভারতের ৩টি রাজ্যে ডেল্টা সংক্রমণ বেশি। যে তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। অন্য ২টি রাজ্য হল মহারাষ্ট্র ও ওড়িশা। তাই ওমিক্রন দাপট দেখালেও ভারতে দ্বিতীয় ঢেউ আনা ডেল্টা ধরন কিন্তু এখনও পিছু ছাড়েনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা