বাজারে আসছে ২টি টিকা, তবে দোকানে মিলবে না, কোথায় মিলবে তাও এল প্রকাশ্যে
এতদিন সাধারণ মানুষের হাতে ছিলনা টিকা কেনা। এবার সেটা এল। তবে শর্তসাপেক্ষে। অবশ্য বাজারে এলেও টিকা ২টি এখনই দোকানে পাওয়া যাবেনা।
করোনা প্রতিষেধক টিকা প্রদান ১ বছর পার করেছে। এখন শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার পর্বও। তবে এখন টিকা নিতে গেলে হয় তা কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে গ্রহণ করতে হত, নতুবা বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল থেকে নিতে হত। বাজার থেকে কিনে কোনও টিকাই পাওয়া যাচ্ছিল না। এবার সেই রাস্তাও খুলে দিল ডিসিজিআই।
কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, এই ২টি টিকাকে এবার বাজারে ছাড়ার ছাড়পত্র দিয়ে দিল তারা। ফলে তা দোকানে পাওয়ার রাস্তা খুলে গেল। তবে শর্তসাপেক্ষে এই ছাড় মিলেছে।
শর্ত হল এই ২টি সংস্থাকে প্রতি ৬ মাসে একবার করে তাদের সুরক্ষা নথি পেশ করতে হবে। তাছাড়া কোউইনে রেজিস্টার না করে কেউ এই ২টি টিকার কোনওটি কিনতে পারবেননা। তাঁকে বিক্রি করাও যাবেনা।
তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ যে এই ২টি টিকা এখন বাজারে বিক্রির রাস্তা খুলে গেলেও তা সাধারণ ওষুধের দোকানে পাওয়া যাবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে টিকা কিনে তা গ্রহণ করতে চান তাহলে তাঁকে তা কিনতে হবে কোনও হাসপাতালে বা ক্লিনিক থেকেই।
তবে এটা এখন হলেও আগামী দিনে দোকানেই টিকা পাওয়া যাবে বলে ইঙ্গিত মিলেছে। এই ছাড়ের ফলে ক্রমে এবার বাজারে করোনা প্রতিষেধক টিকার প্রবেশ শুরু হয়ে যাবে।
আগামী দিনে অন্য অনেক টিকার মত করোনা প্রতিষেধক টিকাও প্রয়োজন বুঝে মানুষ দোকান থেকে কিনে ব্যবহার করতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা