Health

রাজ্যে বন্ধ ই-সিগারেটের কেনাবেচা ব্যবহার

মঙ্গলবার থেকে রাজ্যে ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট ব্যবহার ও বিক্রিতে প্রতিবন্ধকতা চালু হয়ে গেল। এই মর্মে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিবন্ধকতা চালু হল পুরো ঝাড়খণ্ড রাজ্য জুড়ে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ই-সিগারেট নিকোটিন ব্যবহারের একটি নতুন পদ্ধতি মাত্র। যা গর্ভবতী মহিলাদের ভ্রূণের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে। এর থেকে মানসিক সমস্যা তৈরি হয়। ই-সিগারেট বিক্রি, বিতরণ, প্রচার, কেনা ও ব্যবহার তৎকালীন ভিত্তিতে বন্ধ করে দেওয়া হল।


বিজ্ঞপ্তিটিতে এও বলা হয়েছে, ই-সিগারেটে সাধারণত প্রপেলিন গ্লাইকল ও গ্লিসারল জাতীয় বস্তু থাকে। কিন্তু এটিতে ঘুরপথে নিকোটিনেরই বিভিন্ন মাত্রা যুক্ত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button