দেশের মহিলাদের আয়ু বেশি না পুরুষদের, জানিয়ে দিল সমীক্ষা
দেশে পুরুষরা বেশিদিন বাঁচেন না মহিলারা বেশি দিন বাঁচেন। এ প্রশ্ন অনেকের। তারই উত্তর দিল একটি সমীক্ষা। যা বর্তমান চিত্র পরিস্কার করে দিল।
মহিলা ও পুরুষ উভয়ের হাত ধরেই এগিয়ে চলেছে মানবসমাজ। ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলা থেকে শুরু করে সব ক্ষেত্রেই মহিলা ও পুরুষদের অবদান রয়েছে। কিন্তু এঁদের মধ্যে বেশিদিন বাঁচছেন কারা। মহিলারা নাকি পুরুষরা?
এ প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছিল একটি সমীক্ষা। আর সেই সমীক্ষায় যে রিপোর্ট উঠে এসেছে তা স্পষ্ট করে দিল বর্তমানে ভারতে পুরুষ না মহিলা, কারা বেশি দিন বেঁচে থাকছেন।
সমীক্ষার রিপোর্ট বলছে বর্তমানে ভারতে পুরুষদের গড় আয়ু ৬৮ বছর ২ মাস। অন্যদিকে ভারতীয় মহিলাদের গড় আয়ু ৭০ বছর ৭ মাস।
গড় আয়ুর নিরিখে মহিলারা কিন্তু পুরুষদের চেয়ে বেশিদিন বাঁচছেন। এ ছবিই স্পষ্ট হয়েছে সমীক্ষায়। প্রায় আড়াই বছর বেশি এ পৃথিবীতে সময় কাটাচ্ছেন মহিলারা।
ভারতে মহিলা পুরুষ মিলিয়ে গড় আয়ু দাঁড়িয়েছে ৬৯ বছর ৪ মাস। আবার দেখা যাচ্ছে ছত্তিসগড়ে গত আয়ু দাঁড়িয়ে আছে ৬৫ বছর ২ মাসে। সেখানেই আবার কেরালা ও দিল্লিতে গড় আয়ু ৭৫ বছর ৩ মাস।
ফলে জায়গার ওপর বদলে যাচ্ছে মানুষের বেঁচে থাকা গড় সময়সীমা। সবই উঠে এসেছে ভারতের ইকোনমিক সার্ভে-তে। যা অনেকটাই বর্তমানে ভারতে মানুষের জীবন ধারণের পরিস্থিতিকেও তুলে ধরছে।
মানুষের জীবনের গতিকে স্পষ্ট করছে। দেশের স্বাস্থ্য পরিষেবা কতটা উন্নত হল তাও কিন্তু এই সমীক্ষা থেকেই স্পষ্ট হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা