ফেস মাস্কের সঙ্গে যে কাজ করতে নিষেধ করলেন বিজ্ঞানীরা
বিশ্বজুড়ে মানুষের এক নতুন পরিধান সঙ্গীর নাম ফেস মাস্ক। এবার সেই ফেস মাস্কের দেখভাল নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করলেন বিজ্ঞানীরা।
এন৯৫ থেকে শুরু করে মানুষ এখন নানা ধরনের মাস্ক পরে থাকেন। মাস্ক মুখে রাখার দিন এখনও শেষ হয়নি। বরং যাঁরা তা না পরে ঘুরছেন তাঁদের বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞেরা।
তবে মাস্ক ব্যবহার হচ্ছে যথেষ্ট। আর সেই মাস্ক একবার ব্যবহার করার পর কেউ তা ফেলে দেন না। বরং তা ধুয়ে মুছে ফের ব্যবহারের জন্য রেখে দেন।
অনেকে আবার মাস্ক বারবার না কেচে তাতে স্যানিটাইজার স্প্রে করে রেখে দেন। পরে ফের বার হওয়ার সময় সেটাই পড়ে বেরিয়ে যান।
বিজ্ঞানীরা সেখানেই আপত্তি জানাচ্ছেন। সকলকে সতর্ক করেছেন তাঁরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভুলেও মাস্কে স্যানিটাইজার স্প্রে করা যাবেনা।
স্যানিটাইজার স্প্রে করা হলে মাস্কের যে কার্যকারিতা তা অনেক গুণ কমে যায় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। তাতে ঠিক যে সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক ব্যবহার করা হচ্ছে, তাতেই খামতি থেকে যাবে। তাও নিজেদের অজান্তেই। স্যানিটাইজারই মাস্কের সেই ক্ষমতা কমিয়ে দেবে।
বিজ্ঞানীরা বলছেন বিশেষত একবার ব্যবহারযোগ্য মাস্কগুলি অনেকে বারবার ব্যবহার করেন। আর তা স্যানিটাইজার স্প্রে করে রেখে দেন।
এই মাস্কগুলিতে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ কাজ করে। তা একটি মাকড়সার জালের মত চিটচিটে বস্তু সৃষ্টি করে। যাতে জীবাণু আটকে যায়।
ফলে তা নিচে প্রবেশ করতে পারেনা। আর স্যানিটাইজারের মত অ্যালকোহল ভিত্তিক উপাদান এই চিটচিটে ভাবটাই নষ্ট করে দেয়। তাই ভুলেও মাস্কে স্যানিটাইজার স্প্রে নয়, বলছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা