২ বছরের মধ্যে করোনা ফিরবে আরও শক্তিশালী রূপে, বলছেন বিজ্ঞানীরা
২ বছরের মধ্যে আর এক শক্তিশালী রূপে হাজির হবে করোনা। এখনই যে করোনা থেকে রেহাই মিলছে না তাও এই সতর্কতা বার্তায় পরিস্কার করলেন বিজ্ঞানীরা।
করোনার অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন বলে যাঁরা মনে করছেন তাঁদের জন্য বড় একটা সুখের কথা শোনালেন না বিজ্ঞানীরা। বরং করোনা বিদায় নেওয়া এখনও বহু দূর বলেই অভিমত ব্যক্ত করেছেন তাঁরা।
সেইসঙ্গে সতর্ক করে বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন আগামী ২ বছরের মধ্যে করোনা আরও এক নতুন ও শক্তিশালী রূপে ফিরতে পারে। যা ওমিক্রনের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। ভাইরাসটির যে এখনও অনেক চমক দেওয়া বাকি আছে তাও পরিস্কার করে দিয়েছেন বিজ্ঞানীরা।
তাহলে করোনা বিদায় নেবে কবে? ইংল্যান্ডের মুখ্য চিকিৎসা আধিকারিকের দাবি, করোনা আসলে এখনই বিদায় নেবে না। ফ্লু এখন যতটা প্রাণহানির আশঙ্কা নিয়ে মানবজীবনে জড়িয়ে আছে ঠিক তেমনভাবেই করোনাও আজীবন থেকে যাবে।
অনেক দেশেই এখন কোভিড বিধি শিথিল করা হয়েছে। ভারতেও ৩১ মার্চের পর তাই হতে চলেছে। কিন্তু ইংল্যান্ডের মুখ্য চিকিৎসা আধিকারিকের দাবি, করোনা এন্ডেমিক পর্যায়ে পৌঁছেছে বলে মনে করা একেবারেই ভুল হচ্ছে। বরং আগামী ২ বছরের মধ্যে ওমিক্রনের চেয়েও ভয়ংকর এক করোনার প্রকার আসতে চলেছে যা মানবজীবনের ঝুঁকির ভারসাম্য নষ্ট করে দেবে।
এমনকি প্রতি ৩ জনে ১ জনকে মারতে পারে সেই ভাইরাস বলে মনে করছেন ইংল্যান্ডের মুখ্য চিকিৎসা আধিকারিক ক্রিস হুইটি। প্রসঙ্গত খোদ ইংল্যান্ডেই ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা