৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য ২টি টিকায় অনুমোদন দিল ডিসিজিআই
১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ এখন চলছে জোরকদমে। এবার ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্যও সুখবর শোনাল ডিসিজিআই।
ভারতে করোনা সংক্রমণ ফের কিছুটা উর্ধ্বমুখী প্রবণতা দেখাতে শুরু করেছে। এদিকে সব স্কুল খুলে গিয়েছে। ছাত্রছাত্রীরা স্কুল করছে প্রাত্যহিক। তার মধ্যেই কয়েকটি স্কুলে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। যা বাড়ছে।
এই অবস্থায় অনেকেই চতুর্থ ঢেউয়ের সম্ভাবনার কথা তুলে আনছেন। সব মিলিয়ে ছাত্রছাত্রীরা স্কুল করতে গেলে তাদের ঝুঁকি ফের বাড়ছে। যা থেকে অনেকটাই রক্ষা করতে পারে টিকা।
১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকা মান্যতা পেয়েছে কিছুদিন হল। তাদের করবিভ্যাক্স প্রদান করা হচ্ছে। কারণ ওই বয়সীদের জন্য ভারতে কেবল একটি টিকারই মান্যতা রয়েছে। প্রশ্ন উঠছিল ১২ বছরের নিচের শিশুদের কবে থেকে টিকাকরণ শুরু হবে? সে প্রশ্নের উত্তরের পথে পা বাড়াল ডিসিজিআই।
সরকারি নিয়ামক সংস্থা ডিসিজিআই এবার ২টি টিকাকে একসঙ্গে ৬ থেকে ১২ বছর বয়সীদের প্রদানে ছাড়পত্র দিল। তবে সার্বিক ছাড়পত্র এখনও মেলেনি। আপাতত ২টি টিকাকেই জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বায়োলজিক্যাল ই সংস্থার তৈরি করবিভ্যাক্সকে মান্যতা দিয়েছে ডিসিজিআই। ফলে এই সংস্থার তৈরি টিকা এবার জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সীদের দেওয়া যাবে। আর দেওয়া যাবে ভারতের তৈরি প্রথম করোনা প্রতিষেধক টিকা কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনও একই ছাড়পত্র পেয়েছে ডিসিজিআইয়ের কাছ থেকে।
আর কিছুদিনের মধ্যে এই ২টি টিকাই ৬ থেকে ১২ বছরের সকলের জন্য প্রদানে ছাড়পত্র মিলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা