চামড়া থেকে কত গ্যাস বার হল তা বলে দেবে নখে থাকা নতুন যন্ত্র
মানুষের চামড়া সারাদিনে কত গ্যাস নির্গত করল তা মাপার কোনও সহজ যন্ত্র ছিলনা। এবার নখের ওপর থাকা নতুন যন্ত্র সেই কামাল দেখাবে।
মানুষের শরীরের নানা পরীক্ষার জন্য পরীক্ষাগার তো রয়েছেই। কিন্তু এখন স্মার্টওয়াচও শরীরের কিছু কথা বলে দিতে পারে। হাতে যেমন ঘড়ি পরে তেমন পরতে হবে। ঘড়ি প্রাথমিক ঘড়ির কাজ করবে। সেইসঙ্গে শরীরের পালস রেট, রক্তচাপ, হৃৎস্পন্দন বা রক্তে অক্সিজেনের মাত্রা জানান দিতে পারে।
এমনকি হৃদরোগের সম্ভাবনা রয়েছে কিনা তাও বলে দিতে পারে। কিন্তু এখনও এমন কোনও এমন শরীরে পরে ভুলে যাওয়ার মত যন্ত্র আবিষ্কার হয়নি যা বলে দিতে পারে শরীর সারাদিনে কতটা গ্যাস নির্গত করল।
এবার সেই যন্ত্রও তৈরি হয়ে গেল। যা এতটাই ছোট যে তাকে নখের ওপর লাগিয়ে রাখা যায়। লাগিয়ে রাখা যায় কানের পিছনেও। শর্ত একটাই শরীরেরে সেই জায়গায় তাকে সেট করতে হবে যেখানে ঘাম কম হয়। তারপরই এই যন্ত্র জানান দেবে শরীর কতটা গ্যাস নির্গত করল।
শুধু গ্যাস কত নির্গত হল সেটাই নয়, এই যন্ত্র শরীর কতটা সুস্থ আছে তাও জানান দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই ছোট্ট যন্ত্রটি আবিষ্কার করেছেন। যা নখের ওপর বা কানের পিছনে লাগিয়ে ভুলে যাওয়া যায়।
ওই যন্ত্র তার কাজ করে যাবে। শরীর থেকে সামান্য মাত্রায় গ্যাস নির্গত হলেও তা ধরার ক্ষমতা এই সূক্ষ্ম যন্ত্রের রয়েছে। তবে এটা গবেষকেরা এখন আবিষ্কার করেছেন মাত্র। তার নানা স্তরে পরীক্ষা হবে। তারপর তা বাজারে আসতে পারবে।
যা এখন সময় সাপেক্ষ। তবে এই যন্ত্র যখন আবিষ্কার হয়েছে তখন ভুল ত্রুটি থাকলেও তা ঠিক করে নিয়ে এটি বাজারে আসবে বলেই নিশ্চিত বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা